Flash News
    No Flash News Today..!!
Wednesday, December 17, 2025

বিচ্ছিন্নতাবাদীদের আখড়া এখন উত্তরবঙ্গ, ভিডিওর মাধ্যমে কেন্দ্রকে হুমকি

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

উত্তরবঙ্গে এখন বাড়বাড়ন্ত বিচ্ছিন্নতাবাদীদের। বিচ্ছিন্নতাবাদীরা আন্দোলনে মুখর। কেন্দ্রকে পর্যন্ত ভিডিওর মাধ্যমে হুমকি জানালো জয় প্রকাশ বর্মন তথা কে.এল.ও নেতা। ফের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে বিচ্ছিন্নতাবাদীরা উত্তরবঙ্গে। এই চেষ্টায় আছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ কে.এল.ও। শিলিগুড়ি থেকে এই সংগঠনের একজন দিকে উদ্ধার করেছে রাজ্য পুলিশের এস.ডি.এফ। আন্দোলনকে আরো বড়সড় রূপ দেওয়ার জন্য কে.এল.ও-র নেতা আহ্বান জানিয়েছে অনেককে। তাদের দাবি তাদের কামতাপুর কে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা না করলেও আন্দোলন তারা চালিয়ে যাবে এবং তা আরো অনেক বড় রূপ নেবে।
তারা একটি ভিডিও তৈরি করে এবংতা দিয়ে হুমকির বার্তা জানায় প্রধানমন্ত্রী তথা কেন্দ্রকে। অসমের বঙ্গাইগাওয়ে কে.এল.ও  নেতা জয়প্রকাশ বর্মন প্রকাশ্যে আসেন এবং নিজের পরিচয় দিয়ে ভিডিও বার্তা তৈরি করে। সেখানেই তিনি বলেন নরেন্দ্র মোদির সরকারকে কামতাপুর রাজ্য ফিরিয়ে দিতে হবে, এটাই ছিল চুক্তি। এর অন্যথা হলে কেন্দ্রীয় সরকার কঠিন পরিস্থিতির সামনে পড়বে। তাদেরই আন্দোলনে গোটা কামতাপুর বাসি এক হবে। আন্দোলন আরও বৃহত্তর রূপ ধারণ করবে। কার্যত এই ভিডিওর মাধ্যমে তারা কোচবিহার সহ গোটা কামতাপুরকেই আলাদা রাজ্য হিসেবে দাবি করেছে এবং তা না হলে কেন্দ্রকে বিপদের মুখে পড়তে হবে বলে তারা জানিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নাশকতা রাজ্য
Related News