অশনি নিয়ে প্রস্তুতি তুঙ্গে, প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ কোলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ

banner

#Pravati Sangbad Digital Desk:

বিগত দুই বছরে দুটি ঘূর্ণিঝড়, আমফান এবং ফণী। আমফানের সময় কার্যত ধ্বংসলীলা দেখেছিল বাংলা, তবে ফণীর সময় কিছুটা হলেও রেহাই পেয়েছিল এ রাজ্য। তবে নিম্নচাপের প্রভাব পড়েছিল ভালোই, আর এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উপকুল, কিন্তু তাতেও নিশ্চিন্তে থাকতে চাইছে না কোলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।ঘূর্ণিঝড়ের ক্ষমতা নিয়ে এখনও পর্যন্ত কোন কিছুই সঠিক ভাবে বলা যাচ্ছে না, তাই বিপর্যয় মোকাবিলাতে কোন রকম খামতি রাখতে চাইছে না কোলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কোলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ,বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ,দমকল বাহিনী,বিপর্যয় মোকাবিলা বাহিনী,আবহাওয়া দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং বেসরকারি বিমান সংস্থার সাথে দু বার বৈঠক সেরে নিয়েছে। সূত্রের খবর,বিগত ঘূর্ণিঝড়গুলির বিধ্বংসী রুপ থেকে শিক্ষা নিয়েই প্রস্তুতি নিচ্ছে কোলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ,তাছাড়া রানওয়ের জন্য থাকছে বিশেষ সতর্কতা, সেই সাথে বিমান যেই স্থানে দাঁড়িয়ে থাকে সেই স্থানের প্রতিও বিশেষ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসম ভবনের আধিকারিকদের সাথেও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কোলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ,আবহাওয়ার খুঁটিনাটি তথ্য নেওয়ার জন্য প্রত্যেক বিমান- বন্দরেই থাকে বিশেষ বিভাগ,কারণ আবহাওয়ার খবর সঠিক ভাবে না পাওয়া গেলে বিমান চলাচলের সময় ঘটে যেতে পারে যে কোন বড় রকমের দুর্ঘটনা। সেই মতো কোলকাতা বিমানবন্দরের আবহাওয়া বিভাগ সজাগ রয়েছে। তাছাড়া কোলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে রয়েছে নিজস্ব পাম্পিং ষ্টেশন, যাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে,আজ দুপুর থেকেই কোলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে,সেই মতো আবহাওয়ার দিকে বিশেষ নজর রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News