বাংলার তিনটি রেল ষ্টেশন সেজে উঠবে নতুন সাজে

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ রেলের ওপর নির্ভর। রেল গাড়ি প্রতিদিন কয়েক লক্ষ মানুষকে নিয়ে চলে গন্তব্যের উদ্দেশ্যে। এবার রেলের পক্ষে থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের তিনটি স্টেশনকে অত্যাধুনিক করা হবে, যার মধ্যে রয়েছে ব্যান্ডেল জংশন, কোলকাতা এবং আসানসোল, পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জসিডি স্টেশনকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে ইতিমধ্যেই রেলের তরফ থেকে এই নিয়ে একাধিক বৈঠক হয়ে গিয়েছে। জানা গেছে বাংলার এই ৩টি স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলা হবে, যার জন্য আসানসোল ডিভিশনের ডিআরএম মুকেশকুমার মিনা বাকি রেলের আধিকারিকদের সাথে বৈঠক করেছেন।
রেলের তরফ থেকে জানা গিয়েছে, এই সব স্টেশনে অত্যাধুনিক ওয়েটিং রুম, ক্যাফে, বাথরুম, এস্কেলেটর এবং লিফটের পাশাপাশি শপিং মলের ব্যাবস্থাও করা হবে। তাছাড়া আসানসোল স্টেশনের ক্ষেত্রে বর্তমানে যেখানে মূল ভবন রয়েছে, সেখানে আরও একটি মূল ভবন গড়ে উঠবে এবং সেখানেই সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা। আসানসোল স্টেশনের পাশাপাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যান্ডেল ষ্টেশনটি তাই সেটিকেও নতুন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেল। তাছাড়া কোলকাতা স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের মতো ট্রেন থামে, যা ষ্টেশনটিকে এক আলাদা মর্যাদা দেয়, ফলে কোলকাতা স্টেশনের আধুনিকীকরণেও জোর দিতে চাই ভারতীয় রেল। তবে রেলের পক্ষ থেকে প্রকল্পের খরচ সম্পর্কে কিছু জানা যায়নি।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News