অশনি কেটে গেলেও রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা

banner

#Pravati Sangbad Digital Desk:

তীব্র দাবদাহের পর অবশেষে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত কিছুটা হলেও মানুষ রেহাই পেয়েছে তীব্র গরমের হাত থেকে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝড় অশনির কারণে বিগত কিছুদিন ধরে রাজ্যে বৃষ্টিপাত হয়ে চলেছে কিন্তু আলিপুর আওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে ,পশ্চিমবঙ্গে অশনির কোনো প্রভাব পড়বে না তবে উপকূলীয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে রাজ্যের ওপর থেকে অশনির প্রভাব কেটে গেলেও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা,হাওড়া, হুগলি সহ বীরভূম ,বাঁকুড়া, পুরুলিয়া ,মুর্শিদাবাদ , পূর্ব বর্ধমান  ,নদীয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে আরও জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায়। তবে তীব্র গরমের পর সামান্য বৃষ্টিতে খুশি রাজ্যের চাষিরা কারণ বৃষ্টির ফলে ভালো চাষের আশা করছেন তারা। তাপের হাত থেকে বাঁচতে দক্ষিণবঙ্গের ভ্রমণ প্রেমী মানুষেরা বেরিয়ে পড়েছিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যার ফলে দীর্ঘ দুই বছর করোনার কারণে উত্তরবঙ্গের হোটেল ব্যবসায় মন্দা দেখা দিলেও এখন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে অন্যদিকে ট্রেন থেকে শুরু করে বাস এমনকি হোটেলেও পর্যটকদের থাকার ব্যবস্থা করতে অক্ষম ব্যবসায়ীরা। 


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News