রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রিকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ কোলকাতা হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের এসএসসি দুর্নীতির মামলা নতুন কিছু নয়, এর আগেও বহুবার কোলকাতার হাইকোর্টে মামলা রুজু হয়েছে, এসএসসি নিয়োগেও স্থগিতাদেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট, কিন্তু তাতেও দুর্নীতি কম হয়নি। কিছু দিন আগেই বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের ঘটনাও সামনে উঠে এসেছিল, আর এবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিলো কোলকাতা হাইকোর্ট। তবে এটাই প্রথম নয়, এর আগেও একবার কোলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ডিভিসন বেঞ্চের সাহায্যে রেহায় মিলেছিল, তবে এই বার আর রেহায় মিলবে না। কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা দিতেই হবে। এদিন কোলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

কার্যত তিনি আরও জানিয়ে দিয়েছেন, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিলেছে, ফলে প্রাক্তন শিক্ষা মন্ত্রিকে সিবিআই এর মুখমুখি হতেই হবে, তিনি আরও জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় যদি হাজিরা না দেন তাহলে সিবিআই তাদের ইচ্ছে মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। সুতরাং বর্তমানে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর শিবে সংক্রান্তি অবস্থা। কোলকাতা হাইকোর্টের তরফ থেকে আরেও জানানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করারা মতো ক্ষমতা থাকছে না, সুতরাং সিবিআইকে তদন্তের জন্য সহযোগিতা করতে হবে, অন্যথায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তাতে হাইকোর্ট কোন ভাবেই হস্তক্ষেপ করবে না। 
প্রসঙ্গত গত মাসেই এসএসসি মামলার সাথে নাম জরিয়ে ছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, আদালতের তরফ থেকে এও স্পষ্ট ভাবে জানানো হয়েছিল যে এসএসসি নিয়োগ সম্পূর্ণ বেআইনি, কিন্তু তার পরেও নিয়োগ পর্ব চলেছে, নিয়োগের আগে তৈরি করা হয়েছিল সুপারিশ কমিটি, তবে আদালতের তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, নিয়োগের জন্য সুপারিশ কমিটি তৈরি একেবারেই আইন বহির্ভূত, এছাড়া আদালতের তদন্তে আরও জানা গিয়েছে প্রায় ৪০০ জনের কাছাকাছি বেআইনি নিয়োগ হয়েছে এসএসসি গ্রুপ সি পদের জন্য।

Journalist Name : sagarika chakraborty

Related News