ফ্রান্সের নতুন মহিলা প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বোর্নকে

banner

#Pravati Sangbad Digital Desk:

তিন দশক পর আবার ফ্রান্সের মহিলা প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বোর্ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার এলিজাবেথ বোর্নকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন। এদিনই ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স পদত্যাগ করেন। এরপরেই সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্যাবিনেটের শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্নকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে করেন। বোর্ন দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। এর আগে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এডিথ ক্রেসন ১৯৯১ থেকে ১৯৯২ পর্যন্ত দায়িত্ব সামলেছেন। জুনে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর মধ্যপন্থী দল এবং তাঁর জোট সঙ্গীরা যাতে ভালো করতে পারে তা নিশ্চিত করাই ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রীর লক্ষ্য। কোন দল ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি আসন পাবে তা এই ভোটের ফলাফল থেকেই উঠে আসবে। ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজেও সাহায্য করবেন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

 নতুন প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য হলো জুনে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর মধ্যপন্থী দল এবং তাঁর জোট সঙ্গীরা যাতে ভালো করতে পারে তা নিশ্চিত করা। দুই রাউন্ডে নির্ধারিত এই ভোটের ফলাফলই নির্ধারণ করবে কোন দল ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি আসন পাবে। ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে একটি বিলের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যা ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলা করবে। সেই কাজেও সাহায্য করবেন নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

Journalist Name : Sagarika Chakraborty

Related News