বউবাজারের পর এবার সোনারপুরের একাধিক বাড়িতে ফাটল!!

banner

#Pravati Sangbad Digital Desk:

বউবাজারের পর এবার সোনারপুরে একাধিক বাড়িতে ফাটলরাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চৌহাটির ঘটনা। এলাকায় একটি বহুতলের নির্মাণ হচ্ছে। তার জেরেই একাধিক বাডি় এবং এলাকার একমাত্র স্কুলটিতে ফাটল ধরেছে বলে অভিযোগ। তাতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকার্যে মেশিন চালু করা হলেই বাডি় কাঁপতে শুরু করে তাঁদের। খাটে শুয়ে থাকলেও কাঁপুনি অনুভূত হয়। তার জেরে শরীরে নানা সমস্যাও দেখা দিচ্ছে। এ নিয়ে নির্মীয়মান ওই বহুতলের কর্মীদের কাছে গিয়েও অভিযোগও জানিয়েছেন তাঁরা। লিখিত অভিযোগ জানানো হয়েছে পুরসভায়। তার পরও সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মাণ প্রজেক্টের এলাকায় মেশিন চালু করা হলেই পাশের গোটা বাড়ি কাঁপতে শুরু করে। খাটে শুয়ে থাকলেও কাঁপুনির জেরে শারীরিক সমস্যা ভোগ করতে হয় বাসিন্দাদের। এ ব্যাপারে অনেকেই নির্মীয়মাণ বহুতলে কর্মরতদের কাছে নিজেদের অভিযোগ জানিয়েছেন, কেউ আবার লিখিত অভিযোগও দায়ের করেছেন পুরসভায়। এলাকার কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, 'আমার কাছে যখন খবর আসে তখন আমি নির্মীয়মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলি এবং বিষয়টি দেখার জন্য বলি।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, “শুনছি একটা প্রাইভেট কোম্পানি ২০-৩০ তলা বাড়ি বানাবে। কীসব মেশিন নিয়ে এসেছে। বিকট শব্দ। এলাকা কাঁপছে। কারও কোনও হেলদোল নেই। পুরসভা কোথায়? আর্বান ডেভেলপমেন্ট কী করছে? এটা কি থানার মেটানোর কাজ নাকি? তারা বসে টাকা পয়সা নিয়ে এদিক ওদিক রফা করে দেবে? রফার গল্প চলছে সবাই বলছে। পুলিশের কাজ সালিশি বিচার নয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা।”

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News