"ধর্ষণ বন্ধ হোক!" বলে প্রতিবাদ কান চলচ্চিত্র উৎসবে

banner

#Pravati Sangbad Digital Desk:

রুশ আগ্রাসনের প্রতিবাদে নগ্ন হয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রতিবাদ করলো ইউক্রেনের এক তরুণী। তিনি লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং তারপর দেখা যায় তাঁর গায়ে ইউক্রেনের পতাকা আঁকা এবং তার মধ্যে লেখা আছে "ধর্ষণ বন্ধ হোক!" এছাড়াও তাঁর শরীরে দেখা রক্তের রঙে লাল দাগ আর এরপরই কান চলচ্চিত্র উৎসবের নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। 
সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়ে ছিলেন, রাশিয়ার সেনাবাহিনী দেশের যে সব জায়গায় ডেরা জমিয়ে ছিল, সেখানে একের পর ধর্ষণের ঘটনা সামনে আসে। এমনকী,শিশুরাও যৌন লালসা তৃপ্ত করত রাশিয়ার সেনাবাহিনী। সেই ঘটনার প্রতিবাদেই কান চলচ্চিত্র উত্‍সবে এমনটি করলেন এই মহিলা।

গত কয়েকমাস ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ।  এই যুদ্ধের ফলে ইউক্রেনে প্রচুর মানুষ মারা গিয়েছেন । অভিযোগ ওঠে  রুশ সেনার ধর্ষণের শিকার হয়েছেন ইউক্রেনের বহু নারী । বৃহস্পতিবার নিজের গোপন ডেরা থেকে একটি ভিডিও বার্তা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং সেখানে তিনি বলেন, "দোনবাসে হানাদাররা প্রবল চাপ তৈরি করছে। অঞ্চলটিকে নরকে পরিণত করেছে তারা। নিরীহ ইউক্রেনীয়দের হত্যার চেষ্টা করা হচ্ছে। ঘরবাড়ি, পরিকাঠামো ধ্বংস করছে হানাদাররা।” তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার লুহানস্কের সেভেরডোনেৎস্ক শহরে ভয়াবহ বোমাবর্ষণ করে রাশিয়ার সেনা। বোমার আঘাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। ওডেসা ও মধ্য ইউক্রেনের শহরগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে রুশ ফৌজ।
উল্লেখ্য এই পরিস্থিতিতে ইউক্রেন-পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে বিশ্বের ধনীতম দেশগুলির গোষ্ঠী জি-৭ । ইউক্রেন পুনর্গঠনের জন্য ১৮৪০ কোটি ডলার অর্থসাহায্য ঘোষণা করেছে জি-৭ । মনে করা হচ্ছে, এই পরিমাণ অর্থ পেলে দেশের হাল অনেকটা ফিরবে । আমেরিকা ইউক্রেনকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে । ইউক্রেনের জন্য ৪০০০ কোটি আর্থিক সাহায্য ঘোষণা করেছে আমেরিকা।

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News