কোন মোডে হবে পরীক্ষা এবার জানালো কলিকাতা বিশ্ববিদ্যালয়

banner

#Pravati Sangbad Digital Desk:

অনলাইন না অফলাইন কোন মনে হবে পরীক্ষা এই নিয়ে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চলছে দ্বন্দ্ব। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনলাইনে পরীক্ষা ঘোষণা করে দিয়েছে আবার কেউ কেউ অফলাইনেও ঘোষণা করেছে। রবীন্দ্রভারতী, আলিয়া এবং যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়গুলিতে অফলাইনে পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অফলাইনে পরীক্ষার বিপক্ষে গোটা ছাত্রসমাজ। তারা জানিয়েছে দীর্ঘ ছয় মাসের সিলেবাস দু মাসে পড়ে পরীক্ষা দেওয়া কখনোই সম্ভব নয়। অপরদিকে ক্লাসই হয়েছে হাতেগোনা কয়েকটি বলে জানিয়েছে পড়ুয়ারা। অপরদিকে অধ্যক্ষদের দাবি চলতি সেমিস্টার এ সমস্ত ক্লাস তাদের করানো হয়েছে এবং সিলেবাস শেষ হয়েছে।
শুধুমাত্র সিদ্ধান্ত জানাতে বাকি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবার তারাও সিদ্ধান্ত জানিয়ে দিল। আপাতত অফলাইন পরীক্ষার পথে হাঁটছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব স্টাডিজ কর্তৃক এই সিদ্ধান্ত হয়েছে তবে আগামী 27শে মে সমস্ত কলেজের প্রিন্সিপালদের সাথে বৈঠকে বসবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাদের মতামত নেয়া হবে। আগামী  3রা জুন সিন্ডিকেট এই বিষয়ে মতামত গ্রহণ করে ফাইনাল সিদ্ধান্ত জানাবেন পরীক্ষা অফলাইন হবেনা অনলাইনে।
একের পর এক তোলপাড় করা ঘটনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখা যায়। আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ঘেরাও করা হয় এবং ছাত্ররা তুমুল বিদ্রোহ করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ক্যাম্পাসে পুলিশ এনে সমস্ত বিষয় ঠিক করতে হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের তালাবদ্ধ করে রাখার মতো ঘটনাও সামনে আসে। অপরদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় একই ছবি দেখা যায় সেখানেও ঘেরাও করা হয় তবে উপাচার্য তার সিদ্ধান্তে অনড় থাকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান ছাত্ররা যাই করুক না কেন পরীক্ষা এবার অফলাইনেই হবে এবং তার প্রস্তুতি নিতে জানান ছাত্রদের। কলকাতা বিশ্ববিদ্যালয়েরও সমস্ত ফ্যাকাল্টি মেম্বার অফলাইন পরীক্ষার সিদ্ধান্তে অনড়। সমস্ত অধ্যাপকদের মতে পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ায় অফলাইন পরীক্ষায় একমাত্র পথ তবে ফাইনাল সিদ্ধান্ত জানা যাবে 3রা জুন।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News