তৃণমূলে যোগ দিতে চলেছেন অর্জুন সিংহ

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবাসরীয় বিকেলেই ফের একবার বিজেপি ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তৃণমূল সূত্রে খবর, আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে ফিরতে পারেন অর্জুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের তৃণমূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে উত্তর ২৪ পরগণার নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। সম্প্রতি একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বেসুরো হয়ে উঠেছিলেন অর্জুন। বিশেষ করে পাটের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিজেপি সাংসদকে।তবে প্রভাবশালী অর্জুনকে ধরে রাখতে মরিয়া ছিল বিজেপি। আর তাই পাট নিয়ে বিদ্রোহ করতেই তড়িঘড়ি তাঁকে দিল্লিতে ডেকে সমস্যা সমধানের চেষ্টা করা হয়। খোদ কেন্দ্রীয়মন্ত্রী তো বটেই, কখনও শুভেন্দু আবার কখনও জে পি নাড্ডা অর্জুনকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এরপরেও একের পর এক ইস্যুতে তোপ দাগেন বারাকপুরের বিজেপি সাংসদ। আর এরপর থেকেই জোর হয় অর্জুনের তৃণমূলের যোগদানের জল্পনা। আর সেই জল্পনাকে সত্যি করেই তৃণমূল যোগ সাংসদের সময়ের অপেক্ষা।
আজ সকালে অর্জুন সিংহ ফেসবুকে পোস্ট করে বলেন, "'‌যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা একবার নিজের দিকে তাকান। মাঝে মাঝে নিজের ভিতরটা দেখো, নিজেকেও খুঁজো, আমার প্রতিটি ভিত যাঁরা দেখছেন।'‌ অর্থাত্‍ তাঁর দলবদল নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেদের দিকে তাকাতে বলেছেন অর্জুন সিং।এই পোস্টের পরই রাজ্য-রাজনীতিতে জল্পনা চরমে উঠেছে। আবার অর্জুনকে স্বাগত জানিয়ে কাঁচড়াপাড়ায় পড়েছে তৃণমূল কংগ্রেসের পোস্টার। বিজেপি সাংসদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ওই পোস্টার দেখা গিয়েছে জগদ্দলের মেঘনা মিল, শ্যামনগর ঝাউতলা মোড়--সহ ঘোষপাড়া রোডের একাধিক জায়গায়। তবে, অর্জুন সিংহ যেভাবে তৃণমূল ছেড়েছিলেন, বিজেপিতে গিয়েছিলেন এবং গত তিন বছর কালীঘাট তথা বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে যতটা আগ্রাসী ছিলেন তাতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সঙ্কেত না থাকলে তাঁর তৃণমূলে ফেরা সম্ভব নয়। এখন এটাই দেখার, অর্জুন একা তৃণমূলে ফেরেন নাকি ছেলে তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে নিয়ে ফেরেন।

Journalist Name : SRIJITA MALLICK

Related News