CBI-এর কড়া পদক্ষেপে SSC ভবনে সার্ভার রুমে ইন্টারনেট পরিসেবা বন্ধ!!

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার SSC - র 'আচার্য সদন’-এর সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই। SSC সার্ভার হ্যাকের আশঙ্কা! প্রমাণ নষ্টের আশঙ্কায় SSC অফিসে বন্ধ হল ইন্টারনেট।  যাতে কেউ বাইরে থেকে সার্ভার রুমের কম্পিউটার অ্যাকসেস করতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এখন সিল করা রয়েছে সার্ভার রুম। পাশাপাশি, SSC ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার ও যে ঘরে ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দিল সিবিআই। SSC ভবনে পাহারার জন্য মোতায়েন রয়েছে সিআরপিএফ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কম্পিউটার সার্ভার লক করে দিয়েছে সিবিআই। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কম্পিউটারে যে সব ডিজিট্যাল ইমেজ রয়েছে, তা সংগ্রহ করা হয়েছে। যাতে কেউ তথ্যপ্রমাণ মুছে দেওয়া বা বিকৃত করার চেষ্টা করলে তা সিবিআই জানতে পারে।

আপাতত এসএসসি’র চেয়ারম্যান, চেয়ারম্যানের পরামর্শদাতা, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছাড়া কেউই আর ঢুকতে পারবেন না এসএসসি ভবনে। সার্ভার এবং ডেটাবেস রুমও সিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া এসএসসি ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার এবং ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দেওয়া হয়েছে।এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করেছে রাজ্যপাল। ইতিমধ্যেই রাজভবনে গিয়েছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব। এসএসসি দুর্নীতি মামলার মধ্যেই তলব ঘিরে জল্পনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসএসসি-র এক উচ্চপদস্থ কর্তার দাবি, ‘‘এই ঘরগুলি বন্ধ করার ফলে এসএসসি-র বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের গতি শ্লথ হয়েছে। এই ঘরগুলিতে একাধিক কম্পিউটার রয়েছে। এবং এই কম্পিউটারগুলিতে বেশ কিছু তথ্য আছে, যা তথ্য জানার অধিকার আইনে মামলা এবং এসএসসি মামলার জন্য গুরুত্বপূর্ণ।’’



Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News