লাল হলুদের হাত ধরতে প্রস্তুত ইস্টবেঙ্গল

banner

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বি.সি.সি.আই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ইস্টবেঙ্গলের সাথে জোট বাঁধতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড,তবে আপাতত পাকাপাকি ভাবে কোন ঘোষণা না হলেও,গত মাসে একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর কর্মকর্তাদের মধ্যে, বৈঠক অনেকটাই ইতিবাচক বলেই জানা গিয়েছে, ফলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের সাথে জুড়ে যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর নাম। তবে এর আগেও আই.পি.এল এ দল কিনতে আগ্রহি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর কর্ণধার গ্লেজার্স পরিবার,জানা যায় দীর্ঘ দিন ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাথে যুক্ত গ্লেজার্স পরিবার,কিন্তু শেষ পর্যন্ত আইপিএল এ দল কিনতে না পারলেও এবার তারা যুক্ত হতে চলেছে ইস্টবেঙ্গলের সাথে, যার কৃতিত্ব একজনেরই, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলা ফুটবল জগতের অন্যতম ক্লাব ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই বিনিয়োগকারী নিয়ে সমস্যাই পড়েছিল, ঠিক যখন থেকে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের হাত ছেড়ে দেয় ঠিক সেই সময় থেকেই, আর ইস্টবেঙ্গল ক্লাবের সেই অবস্থা দেখে এগিয়ে আসেন ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম মহীরুহ সৌরভ গঙ্গোপাধ্যায়,ক্লাবের সমস্যার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বলেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের এক শীর্ষ কর্তা দেবব্রত সরকার, তার পরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন,যা ধীরে ধীরে বিনিয়োগকারীর রুপ নিয়েছে, খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের পাশে দেখা যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বলে জানা যাচ্ছে। লাল হলুদের হাত ধরতে প্রস্তুত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড,অনেকেই বলেছেন ভারতীয় ফুটবল জগতে এমন ঘটনা আগে কোন দিন ঘটেনি,এ এক ঐতিহাসিক ঘটনা যা চিরস্মরণীয়।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News