Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

জিটিএ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই অনশনে বসলেন বিমল গুরুং

banner

#Pravati Sangbad Digital Desk:

সামনেই পাহাড়ে ২৬শে জুন জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে, ২৯শে জুন হবে ভোট গণনা, শুক্রবার থেকে নমিনেশন জমা দেওয়ারও কথা, কিন্তু তার আগেই আজ সকাল থেকে জিটিএ নির্বাচন বন্ধের প্রতিবাদে অনশনে বসেছেন গোর্খা জনমূর্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। এর আগেও নির্বাচন বন্ধের দাবি জানিয়ে ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিলেন কিন্তু তাতে সাড়া দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিমল গুরুং পাহাড়ে ফিরে গিয়েই যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, তৃণমূলের সাথে উন্নয়নের কাজে হাত লাগানোর দাবিও করেছিলেন তিনি, বিমল জানিয়েছিলেন, “ সরকার পাহাড়ের জন্য সব সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, উন্নয়নের জন্য কাজ করেছে, কেন্দ্রের মতো মিথ্যে আশ্বাস দেয়নি”, কিন্তু জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করতেই হঠাৎ করেই পুরোপুরি সরকারের বিরুদ্ধে চলে যায় গুরুং,যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি আগেই জানিয়েছিলেন ,অবিলম্বে জিটিএ নির্বাচন বন্ধের সিদ্ধান্ত না নিলে তিনি অনশনে যাবেন, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি, তাই আজ সকাল থেকে অনশনে বসেছেন গোর্খা জনমূর্তি  মোর্চার সভাপতি বিমল গুরুং। কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে বিমল জানিয়েছিলেন, “ পাহাড়ে ৩৯৬টি মৌজাকে জিটিএ এর মধ্যে আনতে হবে, এবং রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, তবেই পাহাড়ে জিটিএ নির্বাচন করা যাবে।“ যদিও বাকি রাজনৈতিক দলগুলি গোর্খা জনমূর্তি মোর্চার এর অনশন মানতে নারাজ, তাদের দাবি বিমলের অনশনের জন্য কিছু হবে না আমরা সকলে জিটিএ নির্বাচনের পক্ষে আছি।  

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News