2030 সাল থেকেই উপলব্ধ হবে 6G নেটওয়ার্ক

banner

#Pravati Sangbad Digital Desk:

6G কবে বাজারে আসতে পারে এই নিয়ে দোনামোনা তো ছিলই। দক্ষিণ কোরিয়াতে ইতিমধ্যেই ২০২০ সালে স্যামসাং 6G র নেক্সট হাইপার কানেকশন নেটওয়ার্ক এনেছে। 2020 সাল থেকে প্রধান দেশগুলিতে ফাইভ জি কানেকশন শুরু করা হয়। ২০৩০ সাল থেকে আশা করা যাচ্ছে 6G শুরু হয়ে যাবে। সেই সময় এই গতিতে কাজ করার মতো ডিভাইসগুলির সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন এ চলে যাবে যা মোট জনসংখ্যার প্রায় ৫৯ গুণ। ফাইভ-জি বাজারের থাকলেও 6G আসলে সেটি পুরনো গতির থেকে ১০০ শতাংশ বেশি ভালো হবে বলে ধারণা। মানবিক যোগাযোগ থেকে যান্ত্রিক যোগাযোগকে আরো অনেক বেশি ভালো করে তুলবে  তা আশা করা যায়। 6G যেহেতু ফাইভ-জির  উত্তরসূরী তাই এটি ফাইভ-জির থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সি সম্পন্ন এবং অধিক শক্তি সম্পন্ন হবে। 6G এর প্রধান উদ্দেশ্য হলো মাইক্রো সেকেন্ড ল্যাটেন্সি।
6G তে যে চারটি জিনিস বিশেষভাবে দেখা হবে তা হল ওয়্যারলেস যোগাযোগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ , ইন্টারনেট মেশিন, সামাজিক বিবেচিত লক্ষ্য অর্জন করা এবং মোবাইল ব্যবহারে উন্মুক্ততা দেওয়া। আশা করা যায় 6G পরিষেবা যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি বুদ্ধি যুক্ত এবং নমনীয় করে তুলবে। ওয়ারলেস কানেকশন কে আরো একধাপ সামনে বাড়িয়ে দেবে 6G নেটওয়ার্ক। ফিনল্যান্ডের লু  ইউনিভার্সিটির তরফ থেকে 6 genesis বলে একটি গবেষণাও শুরু করা হয়েছে এই নেটওয়ার্কের ওপর। তবে অপেক্ষা আরো বেশকিছু বছরের।

Journalist Name : Sagarika Chakraborty

Tags: