অনলাইনে পুরানো নোট বা কয়েন কিনলে সাবধান!!

banner

#Pravati Sangbad Digital Desk:

ক্রমবর্ধমান ডিজিটাইজেশনের যুগে, আমাদের সকলের জীবনে ইন্টারনেটের একটি বিশাল ভূমিকা রয়েছে। আজকাল প্রায় সব কাজই হচ্ছে ইন্টারনেটের সাহায্যে। গত কয়েকদিনে অনলাইনে পুরনো মুদ্রা বিক্রির প্রবণতা বেড়েছে। আজকাল মানুষ অনলাইনে সহজে পুরানো কয়েন ও নোট বিক্রি করতে পারছে। কিন্তু কয়েন ও নোট বিক্রির আড়ালে কিছু সাইবার অপরাধী এর ভুল সুবিধা নিচ্ছে। সেন্ট্রাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জনগণকে জানিয়েছে যে কিছু সাইবার অপরাধী পুরনো মুদ্রা, নোট কেনা-বেচা করার নামে আরবিআই-এর নাম ব্যবহার করছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।এই বিষয়ে অপারেশন করে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জনগণকে জানিয়ে দিয়েছে যে যারা অনলাইনে আরবিআইয়ের নামে পুরনো কয়েন এবং নোট কিনছেন তারা প্রতারক।
আরবিআই-এর নামে এই লোকেরা বিভিন্ন ধরনের কমিশন ও ফি দাবি করে। এর পাশাপাশি পুরনো নোট ও কয়েন কেনার জন্য কোনও ফি নিচ্ছে না ব্যাঙ্ক। এমতাবস্থায় এ ধরনের প্রতারকদের থেকে জনগণ সতর্ক হয়েছে।ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জনগণকে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় ব্যাঙ্ক কারও সাথে এমন কোনও চুক্তি করেনি। এর পাশাপাশি ব্যাংক কারো কাছে এ ধরনের কোনো ফি বা কমিশন চায় না। ব্যাঙ্ক আরও বলেছে যে আরবিআই-এর নামে কোনও ব্যক্তি বা সংস্থার কমিশন কর্তৃপক্ষ নেই। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, এ ধরনের প্রতারকদের হাত থেকে মানুষ নিরাপদে আছে এবং কাউকে না ভেবে টাকা ও আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News