তৃতীয় লাইন সম্প্রসারণের কাজ শুরু, বন্ধ ব্যান্ডেল জংশন বাতিল একাধিক ট্রেন রইল তালিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রায় দুই সপ্তাহের কাছাকছি হাওড়া ডিভিশনের মেনলাইন ব্যান্ডেল থেকে মগরা ষ্টেশন পর্যন্ত তৃতীয় লাইন সম্প্রসারণের কারণে এবং নন ইন্টারলকিং সিস্টেম চালু করার জন্য বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন, তার মধ্যে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ট্রেনের সংখ্যা অনেকটাই বেশি, সেই সাথে বাতিল হয়েছে বহু মেল এক্সপ্রেস ট্রেনও, যার জেরে সমস্যায় পরেছেন নিত্যযাত্রীরা, প্রতিদিন প্রায় কয়েক লক্ষ্য মানুষ যাতায়াত করেন, ভরসা একমাত্র লোকাল ট্রেন। তবে ট্রেন বাতিলের সময় ছিল সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। তবে এবার পুরোপুরি ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে, আজ শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। সেই সাথে বন্ধ থাকবে ব্যান্ডেল -শক্তিগড় মেন লাইনের ২৫ হাজার ভোল্টের সাপ্লাই। সেই সাথে ঘুরিয়ে অন্য পথে চালানো হবে দূরপাল্লার ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বদল আনা হবে ইংরেজ আমলের ইন্টারলকিং সিস্টেমের, যা এত দিন ম্যানুয়ালি বা হাতে পরিচালিত হতো, ফলে অনেক সময়ই বিলম্বিত হয় রেল পরিষেবা, আবার রুট ক্লিয়ার না থাকার কারণে দাঁড়িয়ে যায় ট্রেন, কিন্তু নতুন ইন্টারলকিং সিস্টেম চালু হওয়ার ফলে বাড়বে ট্রেনের গতি, যা হবে পুরোপুরি আধুনিক পদ্ধতির কম্পিউটার দ্বারা পরিচালিত।

এখন দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হল, বাতিল থাকছে কামাখ্যা পুরি এক্সপ্রেস, জলপাইগুড়ি দিঘা একপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস, কোলকাতা যোগবাণী এক্সপ্রেস, বাতিল হাওড়া রামপুরহাট -বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ কাটিহার হাটেবাজারে এক্সপ্রেস, হাওড়া- ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। তবে যাত্রীদের সুবিধার জন্য ব্যান্ডেল স্টেশনের আগে চুঁচুড়া ষ্টেশন থেকে মিলবে হাওড়া যাওয়ার ট্রেন, ঠিক একই ভাবে মগরা ষ্টেশন থেকে মিলবে বর্ধমান আসার ট্রেন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News