পঞ্চায়েতেও দুর্নীতি, বিনা অনুমতিতে শুরু 100 দিনের কাজ

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্য কর্মী নিয়োগে দুর্নীতি, এরপর পঞ্চায়েতের কাজেও দুর্নীতি। ঘটনাটি ঘটেছে পুরনো মালদা ব্লকের চারটি গ্রামের পঞ্চায়েতের। এই গ্রাম গুলি হল মঙ্গলবাড়ী মুচিয়া ভাবুক মহিষবাথানি, হিসেবে দেখা যাচ্ছে এই চারটি গ্রাম মিলিয়ে প্রায় 302টি 100 দিনের প্রকল্পের কাজের দুর্নীতি দেখা গিয়েছে। জানা গিয়েছে বিনা অনুমতিতে সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে 100 দিনের কাজের বিজ্ঞপ্তি। সবকিছু জানতে পেরে তদন্ত শুরু করার নির্দেশ দেয়া হয়েছে মালদা পুরনো ব্লকের জেলাশাসক এর পক্ষ থেকে এবং এই সবকটি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার জন্য বিডিও কে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ককোনো জায়গায় এই কাজগুলো শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে সে সমস্ত জায়গা গুলি খতিয়ে দেখতে বলেছেন জেলাশাসক। এই সমস্ত জায়গায় কাজ বন্ধ করে দেবার কথাও বলা হয়েছে। জানা গেছে জেলাশাসকের কোনরকম অনুমতি ছাড়াই এই কাজগুলি সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মালদা ব্লকের জেলাশাসক রাজর্ষি মিত্র এই কথা জানান দেয় সমস্ত বিষয়টি সামনে আসতেই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়। তিনি জানান প্রথমে তিনি মালদার কোন কোন ব্লকে কিকি প্রকল্পে 100 দিনের কাজ হয়েছে সেগুলি খতিয়ে দেখা শুরু করেছিলেন ঠিক তখনই এই ভুয়ো প্রকল্প সামনে আসে। এরপরই তৎপর হয় মালদা জেলা প্রশাসন। কোথায় কোথায় কি কি কাজ হচ্ছে এবং কোন প্রকল্পে কত টাকা দেওয়া হয়ে গেছে সেটি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে এবং তার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট বিডিওকে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
অপরদিকে একের পর এক পঞ্চায়েত দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। মালদা জেলার এই প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক জানিয়েছেন জেলার সব জায়গায় এইরকম দুর্নীতি শুরু হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছেন ঘটনাটি সামনে আসতেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসক। পুরনো মালদা ব্লকের বিডিও  মোহাম্মদ ইফরান হাবিব জানিয়েছেন জেলা শাসকের নির্দেশে সমস্ত ঘটনার তদন্ত করা হবে এবং সেই মত সঠিক ব্যবস্থা নেয়া হবে।

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News