আইপিএল ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ দুই বছর পর ফের ভারতে অনুষ্ঠিত হল আইপিএল। বিগত দুই বছর  করোনার কারণে দেশে অনুষ্ঠিত হয়নি কোন বিনোদনমূলক অনুষ্ঠান, সেই ক্ষেত্রে বন্ধ ছিল আইপিএল, তবে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দেশের বাইরে দুবায়ে। তবে এই বছর মহাসমারোহে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হল আইপিএল, সেই সাথে চলতি বছরের আইপিএলে অন্যতম চমক ছিল ভিভোকে সরিয়ে টাটা গোষ্ঠীর হাতে আইপিএলের ভার তুলে দেওয়া, সেই মতো ২০২২ আইপিএল স্পন্সার করেছে টাটা গোষ্ঠী।

আজ আইপিএল ২০২২ এর মেগা ফাইনাল ম্যাচ, অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএল মেগা ফাইনালে দেখা যাবে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসকে। সেই সাথে এই বারের আইপিএল ফাইনালে অন্যতম চমক হল, আইপিএল ফাইনাল দেখতে আমেদাবাদের স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে গোটা স্টেডিয়াম জুড়ে সাজসাজ রব, হবেই বা না কেন ম্যাচ দেখতে উপস্থিত থাকেবন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দুই হ্যাভি ওয়েট নেতৃত্ব। শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ নন আইপিএল ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন হিন্দি চলচ্চিত্র জগতের তারকারাও। সেই কারণে গোটা স্টেডিয়াম মুরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিরাপত্তার দায়িত্বে থাকছে হাজার ছয়েকেরও বেশি পুলিশ বাহিনী, সেই সাথে থাকছে এনএসজি কমান্ডোদের তিনটি বাহিনী। গোটা আমেদাবাদ শহরে নিরাপত্তার বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। আমেদাবাদের পুলিশ কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৭ জন ডিএসপি পদ মর্যাদার আধিকারিক সহ, ডিএসপি, ডিআইজি, এসপি, ৫০ এর ওপরে পুলিশ ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর এবং অসংখ্য কনস্টেবল। স্টেডিয়ামে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা যাবে রনবির সিং এবং এআর রহমানকেও।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

দেশ
Related News