মন্তব্যের জেরে মামলা হাইকোর্টে অভিযুক্ত অভিষেক

banner

#Pravati Sangbad Digital Desk:

বিচারপতিদের নিয়ে অসংলগ্ন মন্তব্য করার  ফলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এই ব্যাপারটি কলকাতা উচ্চ-আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দৃষ্টিগোচর এ আনেন দুই আইনজীবী এবং স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান যার শুনানি শুরু আজ দুপুরে। কিছুদিন আগে হলদিয়া একটি শ্রমিক সংগঠনের সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রাজ্যের বিচার ব্যবস্থাকে নিয়ে মন্তব্য করেন বলেন যে বিচারব্যাবস্থায়  দুই একজন এমন উপস্থিত আছেন যারা ভিতরে ভিতরে যোগসাজশ করে কাজ করেন ,খুনের মামলা, নিয়োগ দুর্নীতি প্রমুখ ক্ষেত্রে স্থগিতাদেশের নির্দেশ দেন,কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরকম বিচারপদ্ধতির সঙ্গে রাজ্যবাসী অভ্যস্ত কিনা তিনি সেই প্রশ্ন করেন। তার এই সব বক্তব্যের ভিত্তিতেই মামলা দায়ের হয় হাইকোর্টে যেখানে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের চোখে দুই আইনজীবী শ্রেষ্ঠ হয়ে ওঠেন এই বিষয়ে। এবং ওই দুই আইনজীবীর পেশ করা কথার উপর ভিত্তি করেই স্বতঃপ্রণোদিত মামলাটি গ্রহণ করেন তিনি।  
ঐদিন হলদিয়ার কর্মীসভা থেকে এরকম মন্তব্য করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরও চ্যালেঞ্জ করে বলেন তার এই সত্য মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করা হোক। একজন সাংসদ হিসেবে আইনজীবী বা বিচারপতিদের বিরুদ্ধে এরকম মন্তব্য করা উচিত কিনা এই প্রশ্ন উঠে আসছে।

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News