Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

বাজার কাঁপাতে এবার টিভিএস নিয়ে আসছে নতুন প্রযুক্তির বাইক

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Songbad Digital Desk:

বাইকপ্রেমীদের কাছে টি ভি এস কোম্পানির নাম নতুন কিছু নয়, টি ভি এস আর আর ৩১০ বা টি ভি এস আকুলা স্পোর্টস বাইকপ্রেমীদের কাছে যেমন স্বপ্নের বাইক, অপর প্রান্তে টি ভি এস স্পোর্টস নামক বাইকটিও প্রচুর মাইলেজ এর সঙ্গে এর অনন্য চেহারা বাইকপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। অন্যদিকে টি ভি এস এর স্কুটিগুলো বাইকারদের কাছে বেশ জনপ্রিয়। চেন্নাই ভিত্তিক এই কোম্পানি এবার বাজারে আনছে এক নতুন ধরণের ক্রুজার বাইক  যার নাম TVS zeppelin R। ২২০ সি সি ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকে রয়েছে ১২০০ ওয়াটের মোটর পাওয়ার। এছাড়া ডিজিটাল স্পীডোমিটার এর সঙ্গে রয়েছে ডুয়েল চ্যানেল এ বি এস সমৃদ্ধ ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার এর সাথে এক সিলিন্ডার থাকা এই বাইকের দাম কোম্পানির তরফ থেকে ১ থেকে ১.৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে, বিভক্ত সিটের এই বাইক বাইকপ্রেমীদের মনে ঝড় উঠাতে পারে কিনা সেটাই দেখার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন প্রযুক্তি
Related News