নন্দনে ছবি মুক্তি নিয়ে সৃজিত রাজের সংঘাত

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার সরকারি হল না-পাওয়ার অভিযোগ তুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ৩রা জুন, শুক্রবার মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিনেমা এক্স=প্রেম, এদিন তিনি এ ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সৃজিত লিখেছেন, "একই দিনে দু'টো সিনেমার মুক্তি। দু'জনেই নন্দন-১-এর জন্য আবেদন করেছিলেন। তবে একজনকে অনুমতি দেওয়া হয়েছে। হয় দু'জনকেই অনুমতি দেওয়ার দরকার ছিল বা কোনওটিই নয়।'  এমন কেন হল? এর কারণ হিসেবে পরিচালক বলেছেন, 'যদিও সব সিনেমাই সমান, কিন্তু কিছু সিনেমা অন্যদের তুলনায় বেশি সমান।' না, কারুর নাম নেননি সৃজিত, তবে 'কিছু ছবি অন্যদের তুলনায় বেশিই সমান।' এই বাক্যের মধ্য দিয়ে রাজের রাজনীতিক পরিচয়কেই বিঁধেছেন সৃজিত, এমনটাই মত নিন্দুকদের। রাজ চক্রবর্তীও ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র বাক্য খরচ করেন সৃজিতের বক্তব্যের উত্তর হিসেবে। তিনি লেখেন, ‘হাবজি-গাবজি নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই। কাল ছবি কথা বলবে।'  গত বৃহস্পতিবার সৃজিত মুখার্জী এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমকে জানান, তাঁর ছবি ‘X=প্রেম’ কলেজপড়ুয়াদের প্রেমের কাহিনি, সেন্সর বোর্ড এই ছবিকে ‘A’  (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে, তাই স্টার থিয়েটারে এই ছবি চলবে না। কলেজ পড়ুয়াদের অনেকের মাল্টিপ্লেক্সে টিকিট কেটে ছবি দেখবার সামর্থ্য থাকে না, তাই তিনি একান্তভাবে চেয়েছিলেন ছবিটা নন্দনে চলুক। সৃজিতের এই ছবি বাদ পড়ার পর স্বভাবতই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ঘটনা হল, এর আগেও কয়েকজন পরিচালক অভিযোগ করছিলেন সরকারি হলে বা নন্দনে তাঁদের সিনেমা দেখানোর অনুমিত পাওয়া যায়নি। সাম্প্রতিক অতীতে তার উদাহরণ হল "অপরাজিত"। ওই সিনেমার পরিচালক অনীক দত্ত সরকারের সমালোচক হিসেবে পরিচিতি। অনেকে মনে করেন, সেই কারণেই হয়তো তাঁকে জায়গা দেওয়া হয়নি। যদিও তাঁর এই সিনেমাটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকে এও মনে করছেন, দেব, মিমি বা রাজ প্রত্যেকেই হয় শাসক দলের সাংসদ না হয় বিধায়ক। তাহলে কি তৃণমূল ঘনিষ্ঠ না হলে নন্দন থেকে বাদ যাবে ছবি? কয়েক দিন আগেই দেবের 'কিশমিশ', মিমির 'মিনি' এবং সোহমের 'কলকাতার হ্যারি' এই তিনটি  ছবিই নন্দন হলে জায়গা করে নেয়, তাই এই যুক্তিও খাটে না, যে বাণিজ্যিক ছবি কম রাখা হচ্ছে নন্দনে। ঘটনাচক্রে এই তিনটি ছবির পরিচালকই তৃণমূলের তরফে সাংসদ এবং বিধায়ক। রাজ্যে সিনেমা নিয়ে রাজনীতিকরণ হচ্ছে তা সূর্যোদয়ের মতো স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টও আজ সেই দিকেই ইঙ্গিত করলো। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি নন্দনে ছবির প্রদর্শন নিয়ে রাজ আর সৃজিতের মধ্যে  ঝামেলা বাঁধল? মানতে রাজি নন ‘X=প্রেম’ পরিচালক। তাঁর সাফ কথা, রাজের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই, রাজের আগত ছবি হাবজি-গাবজির জন্য শুভশ্রী-পরমব্রতকে শুভেচ্ছাও জানিয়েছেন। 

Journalist Name : SRIJITA MALLICK

Related News