চ্যাম্পিয়ন লীগের শেষ ১৬ এ ম্যানচেস্টার ইউনাইটেড

banner

#Pravati Sangbad Digital Desk:

সোলস্কজের চলে যাওয়ার পর কাল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ম্যানেজার রূপে মাইকেল ক্যারিক-এর প্রথম ম্যাচ ছিল। কাল ম্যাচ ছিল স্প্যানিশ টিম ভিলারিয়ালের সাথে। গতকালের ম্যাচটি রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে জয় লাভ করে।

        গত ইউরোপা লীগ ফাইনাল এ সোলস্কজায়র-এর ম্যানচেস্টার এই ভিলারিয়ালের কাছে পরাজয় স্বীকার করেছিল। তখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিলেন না, তারপর এই সিজনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে ২ বার সেই ভিলারিয়ালের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুবারের সাক্ষাৎ আগেরবারের ফাইনালের থেকে অনেকটাই আলাদা, ম্যানচেস্টার ইউনাইটেড কিছুদিন আগে তাদের হোম ম্যাচে ভিলারিয়ালকে পরাজিত করেছিল। কাল ভিলারিয়ালের হোম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড একইভাবে তাদের দু গোলে হারিয়েছে।


           মাইকেল ক্যারিকের ম্যানচেস্টারের খেলা প্রথমার্ধে খুবই ধীর গতিতে চলছিল, তারা ভিলারিয়ালের গোলমুখে আক্রমণ করলেও সেই সুযোগ গুলিকে গোলে পরিবর্তন করতে পারছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে যথেষ্ট সপ্রতিভ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রথমার্ধে যতগুলি থ্রু বল ম্যানচেস্টার এর আক্রমণ ভাগের খেলোয়াড়রা যেমন অ্যান্থনি মার্শাল, ক্রিশ্চানো রোনাল্ডো, জর্ডান সঞ্চো পেয়েছিলেন তার মধ্যে একটিও গোলে পরিবর্তন করতে পারে নি। সেই প্রথমার্ধে উনাই এমরির ভিলারিয়াল আক্রমণ এবং প্রতিআক্রমণে দিশেহারা করে দিয়েছিল ম্যানচেষ্টার কে, কাল ও ম্যানচেস্টারের ডিফেন্স এ খুবই নড়বড়ে দেখিয়েছে, কিন্তু তাদের গোল রক্ষক ডেভিড দে গিয়া গোল মুখি প্রত্যেকটি শট কে প্রতিহত করেছে। ম্যানচেস্টারের গোল রক্ষক দে গিয়া না হয়ে অন্য কেউ হলে হয়তো কাল খেলার রেজাল্ট হয়তো অন্য রকম হতো।

            দ্বিতীয়ার্ধে খেলাটি যথেষ্ট সপ্রতিভ ছিল দুই দলের কাছেই। দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল ভিলারিয়ালের গোলে, সেখানে একজনের কথা না বললেই নয় তিনি হলেন ভিলারিয়ালের গোলরক্ষক রুলি। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্ডান সঞ্চোরা একের পর এক ধারালো শটে জর্জরিত করছিল ভিলারিয়ালের দুর্গ। সবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৭৮ মিনিটে একটি বুদ্ধি দীপ্ত  ভাবে নিজের স্থান পরিবর্তন করে, ভিলারিয়ালের ডিফেন্ডারদের বোকা বানিয়ে একটি দুর্দান্ত চিপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যাচের প্রথম গোলের স্বাদ এনে দেন। কাল জর্ডান সঞ্চো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি তে প্রথম গোল পান। তার ৯০ মিনিটে করা গোলটি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্টকে এবং তাদের সমর্থকদের কে এনে দেয় স্বস্তির নিঃশ্বাস।


আশা করা যায় এবার সোলস্কজের এর পরিবর্তে যে নতুন কোচ আসবেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ভাঙাচোরা ডিফেন্স কে নতুন ভাবে তৈরি করবেন।

         যদিও মাইকেল ক্যারিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপাতত দলটিকে কোচিং করাচ্ছেন, কিন্তু শোনা যাচ্ছে মৌরিসিও পছেত্তিনো পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন কোচ হিসেবে যোগ দেবেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা চাইছেন তাদের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদান আসুক।


Journalist Name : Tamajay Shrimany

Related News