Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

মেধাতালিকাতে নাম থাকার পরও জোটেনি চাকুরী, হাইকোর্টের নির্দেশে অবশেষে স্বপ্নপূরণ ক্যান্সারে আক্রান্ত সোমার

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Songbad Digital Desk:

পরীক্ষা দিয়েছিলেন চার বছর আগে, কিন্তু এস এস সি দুর্নীতির জেরে মেধাতালিকাতে নাম থাকা সত্ত্বেও জোটেনি চাকুরী, দীর্ঘদিন আন্দোলনের পরে অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে নলহাটির মধুরা হাইস্কুলে যোগ দিলেন সোম দাস। মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই শিক্ষিকার কথায়, " আজ চার বছর পরে আমি চাকুরীতে যোগ দিলাম। খুব ভালো লাগছে। কিন্তু আমার যে সঙ্গীরা আছেন, তাঁরাও যদি আজ কাজে যোগ দিতে পারতো তাহলে এই আনন্দটা আজ পরিপূর্ণ হত।  আনন্দ হচ্ছে, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। সোমা দেবীর মা-বাবা বলেছেন, এই যুদ্ধে মেয়ের আইনজীবী ফিরদৌসি শামিম, পুরো সময়টা আমাদের পাশে ছিলেন এবং কোন পারিশ্রমিক ছাড়াই এই লড়াই লড়েছেন। উল্লেখ্য গত ১৮ই এপ্রিল হাইকোর্টের রায়ে চাকরি পাওয়া নিয়ে আশাবাদী হন আন্দোলনকারিরা, সোমা দাসের শারীরিক অসুস্থতার জন্য তার চাকরির বিষয়টি রাজ্যকে বিবেচনা করতে বলেন বিচারপতি আভিজিৎ গঙ্গোপাধ্যায়,তিনি এও বলেন মেধাতালিকাতে নাম থাকা সব বঞ্চিতদের চাকুরী দিতে হবে।

Related News