Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

বলিউডে সিংঘামের তিন দশক

banner

#Pravati Sangbad Digital Desk:

আসল নাম বিশাল বিরু দেবগন, জন্ম ১৯৬৯ সালের ২ রা এপ্রিল। যদিও সিনেমা প্রেমিদের কাছে তিনি অজয় দেবগন নামেই পরিচিত। অজয় দেবগন বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা।


সালটা ১৯৯১ কুকু কোহলির পরিচালনায় ফুল অউর কাঁটে ছবিতে তরুন অজয় দেবগন চলচিত্র জগতে পদার্পণ করেন , তারপর বাকিটা আমাদের সকলেরই জানা। বলিউড এই তরুন প্রতিভার দিক থেকে মুখ ফিরিয়ে নেইনি। বাইকে চেপে সেই প্রথম পর্দায় প্রবেশেই মুগ্ধ হয়েছিলেন সবাই। প্রথম ছবিতেই তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তবে ৯০ এর দশকে যখন শারুক, সালমান আর আমির এই তিন জুটি একের পর এক রোমান্টিক হিট ছবিতে বাজার মাতিয়ে রেখেছেন, সেই সময় অজয় দেবগনের মতো অ্যাকশন হিরোর পক্ষে বলিউডে নিজের জায়গা  করে নেওয়া বেশ চ্যালেঞ্জই ছিল। কিন্তু তাঁর মতো জাত অভিনেতার কাছে এটা কোন বড় ব্যাপার ছিল না, কারণ তিনি জন্মে ছিলেন অভিনয়ের জন্যই। ১৯৯১ সালের ২২ শে নভেম্বর মুক্তি পাই ফুল অউর কাঁটে, তারপর থেকে একে একে জিগার (১৯৯২), দিলওয়ালে (১৯৯৪), সোহাগ (১৯৯৪), নাজায়েয (১৯৯৫), ইশক (১৯৯৭) এছাড়া আরও কত কি। ২০১০ সালের সিংঘমের দাপটতো আমরা সবাই দেখেছি। একের পর এক বক্স অফিস হিট তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। আবার গোলমাল কিংবা অল দ্যা বেস্ট ছবিতে কমেডিয়ান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। দীর্ঘ কর্ম জীবনে ১০০ বেশি ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। ২০১৬ সালে চতুর্থ সর্বোচ্চ নাগরিক অ্যাওয়ার্ড পদ্মশ্রী পুরস্কার তাঁর ঝুলিতে।


এই বছর ২২ শে নভেম্বর অজয় দেবগন বলিউডে তাঁর ৩০ বছর পূর্ণ করলেন। তারকাদের পাশাপাশি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেক ভক্ত। ভক্তদের উদ্দেশ্যে তাঁর ছোট্ট বার্তা “দুয়া মেঁ ইয়াদ রাখনা।“ তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি বলেন তাঁর মতো মৃদুভাষী ছেলে, কারোর সাতে পাঁচে থাকে না তবুও প্যাশনের সাথে কোন আপস করে না, কামনা করি আরও ৭০ বছর এই ভাবেই কাজ করে যাও।


কিছুদিন আগেই মুক্তি পাওয়া “সূর্যবংশী” ছবির একটি দৃশ্য দিয়ে অজয় দেবগণকে শুভেচ্ছা জানাতে ভলেনি অক্ষয় কুমারও। তিনি বলেন “মুম্বাই এর জুহু বিচে আমরা মার্শাল আর্ট ট্রেনিং নিতাম আমার বাবার কাছে, তখন আমরা নবাগত। দেখতে দেখতে ফুল অউর কাঁটে ৩০ বছর অতিক্রম করল। সময় বয়ে গেছে কিন্তু আমাদের বন্ধুত্ব থেকে গেছে। “


২২শে নভেম্বর তিরিশ বছর পূর্তিতে আবেগপ্রবণ হয়ে পরেন অজয় স্ত্রী অভিনেত্রী কাজলও। কাজল সোশ্যাল মিডিয়াতে লিখেছেন “দেখতে দেখতে ৩০ বছর পূর্ণ হল। ঠিক একই ভাবে আরও অনেক কাজ করে যাও, তোমার কাজের প্রতি আমি শ্রদ্ধা জানাই।“ অজয় দেবগণকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুরও।

সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর ছবি ১৯৬১ সালের ভারত-পাকিস্থান যুদ্ধের ওপর তৈরি ভুজ, যা ছিল তাঁর অভিনীত এক অন্যতম ছবি। খুব তাড়াতাড়ি তাঁকে বেশ কিছু ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে, ময়দান, মে ডে, থ্যাঙ্ক গড, ট্রিপল আর প্রভৃতি। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News