খাদ্যে মৃত সাপের দেহাবশেষ, অসতর্কতার ফলে অসুস্থ একাধিক

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার মৃত সাপের দেহাবশেষ-সমেত খিচুড়ি পরিবেশিত হল বর্ধমানে। ঘটনাটি ঘটেছে জামালপুর ব্লক দুইের গ্রাম পঞ্চায়েতের বাগকালাপাহাড় গ্রামে। গ্রামের অঙ্গনওয়াড়ি  কেন্দ্রের তরফ থেকে শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাবার দেওয়া হয়, যার মধ্যে প্রধান উপকরণ খিচুড়ি। প্রতিদিনের মতো গতকালও গ্রামের শিশুরা এবং গর্ভবতী মহিলারা গিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেতে, খাবার খেতেও শুরু করেছিলেন অনেকে, তার পরেই চক্ষু  চড়কগাছ। এক মহিলা খাবারের গ্রাস মুখে পুরতে গিয়ে দেখেন খিচুড়ির সাথে মিশে রয়েছে এক সাপের বাচ্চা মৃত অবস্থায়, ঠিক তার আগেই মা তার সন্তানকে ওই খিচুড়ি থেকেই এক গ্রাস মুখে তুলে দিয়েছেন, মরা সাপের বাচ্চা দেখার পরেই রীতিমতো ক্ষোভে এবং ঘৃনায় ফেটে পরে এলাকাবাসী। ওই খিচুড়ি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে, তাদের মধ্যে কারোর বমি তো কারোর পেট যন্ত্রণা, অনেকে তো আবার হাসপাতালে ভর্তিও হয়েছেন।

জামালপুরের বিডিও খবর শোনা মাত্রই যান হাসপাতালে,অসুস্থদের সাথে কথাও বলেন তিনি, সেই সাথে এমন ঘটনা কেমন করে ঘটল সেই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক জ্যোৎস্না ঘোষ জানিয়েছেন, “ কেন্দ্রে খিচুড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রান্না করা হয়, কিন্তু তাতে কীভাবে আমাদের সকলের অলক্ষ্যে একটি আস্ত সাপের বাচ্চা তার মধ্যে পড়ে গেলো টা আমরা বুঝতে পারছি না, এই অসতর্ক ঘটনার জন্য আমরা দুঃখিত”। বাগকালাপাহাড় গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং গর্ভবতী মহিলা মিলিয়ে প্রায় ৫০ জনের ওপর নাম নথিভুক্ত রয়েছে, তারা প্রতিদিনই এই কেন্দ্রে খেতে আসেন, কিন্তু এই রকম ঘটনা কোন দিন ঘটেনি বলে দাবি করছেন তারা সকলে। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News