আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন!! জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। বিকেল ৪-টে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। 'র‍্যাঙ্ক কার্ড' ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। গত বছরের তুলনায়, পরীক্ষার্থীর সংখ্যা  ১০ হাজার বেড়ে ১ লক্ষ ২ হাজারের কাছাকাছি ছিল এই বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স  পরীক্ষায়। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in  এই ওয়েবসাইট দুটি থেকে ফলাফল জানা যাবে। মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলের ভিত্তিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মাসির ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে। ফলাফল জানা যাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in বা wbjeeb.in-wbjeeb.in-এ। Rank Card of WBJEE-2022 ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে (www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in)। বিকেল চারটের পর থেকে Rank Card ডাউনলোডও করা যাবে। তার আগে সাংবাদিক বৈঠক করবে West Bengal Joint Entrance Board।
ফলাফল দেখার জন্য  নিম্নলিখিত  ধাপগুলো মেনে চলতে হবে
.www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in -এই দুই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করতে হবে।
২.হোমপেজে 'LOG IN' অপশনে ক্লিক করুন। আপনার সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল জমা দিন। এরপর সাবমিটে ক্লিক করুন।
৩.এবার ফলাফল লিঙ্কে ক্লিক করুন। ফলাফল এবং WBJEE Rank Card পরীক্ষা করুন।
৪.প্রয়োজনে Rank Card Download-ও করতে পারবেন।
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রফেশনাল, ভোকেশনাল এবং সাধারণ ডিগ্রি কোর্সে ভরতির জন্য রাজ্য জয়েন্ট বোর্ডকে 'কমন এন্ট্রাস এগজামিনেশন' নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়। সেইসঙ্গে অনলাইনে কাউন্সেলিং প্রক্রিয়া চালানোর ক্ষমতা প্রদান করে রাজ্য সরকার। মোট ২০০ নম্বরের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্রে ১৫৫টি MCQ প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন ১ নম্বরের এবং কিছু প্রশ্ন ২ নম্বরের ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট ২০২২ পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল, দেড় মাসের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।

Journalist Name : SRIJITA MALLICK

Related News