দক্ষিণবঙ্গে এখনো বর্ষা অনিশ্চিত, মেঘলা থাকবে আকাশ

banner

#Pravati Sangbad Digital Desk:

উত্তর বঙ্গে বর্ষা ঢুকে গেছে বেশ কয়েক দিন, আবহাওয়াবিদদের কথামতো 11 ই জুন দক্ষিণবঙ্গে বর্ষার ঢোকার কথা থাকলেও তা এখনো এসে পৌঁছায়নি, কবে আসবে তাও সঠিকভাবে বলা যাচ্ছে না। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে অপরদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কোন ভ্রুকুটি নেই দক্ষিণবঙ্গে। জানা গেছে, দক্ষিণ পশ্চিম অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বাতাসে জমা হয়েছে, ফলে সেটি বাধা-প্রদান করে মৌসুমী বায়ুর গতি আরও কমিয়ে আনছে দক্ষিণবঙ্গের দিক থেকে। তবে বিহার এবং উড়িষ্যাতে ইতিমধ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী দু'দিনের মধ্যেই বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। উত্তরবঙ্গের একাধিক জেলা, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মালদা, দুই দিনাজপুর প্রভৃতি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা। উত্তরবঙ্গে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে এবং জানানো হয়েছে একাধিক পাহাড়ি নদীতে স্তর বাড়বে এমনকি, ভারী বর্ষণের ফলে এলাকায় প্লাবন এবং পার্বত্য অঞ্চলে ধ্বস নামার সম্ভাবনাও আছে। রবিবার পর্যন্ত চলবে এরকম বৃষ্টিপাত।
অপরদিকে দক্ষিণবঙ্গে, কলকাতাসহ একাধিক জেলায় আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢোকার আগেই মূলত স্বল্প বৃষ্টিপাতের ইঙ্গিত হিসেবে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। মৌসুমী বায়ু এল আগামী চার পাঁচ দিন কোনরকম বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়নবঙ্গে; এছাড়া মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Journalist Name : Sagarika Chakraborty

Related News