রাজ্যে চালু নয়া করোনা পরীক্ষা বিধি

banner

#Pravati Sangbad Digital Desk:

বেশ কয়েক মাসের স্বস্তির পরে দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনা। মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যগুলিতে সংক্রমণ মাথার ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে। এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন, অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জন। ঠিক একই ভাবে আমাদের এ রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে , মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে কোলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণার মতো জেলা। গত ১৫ই জুনের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩০ জন, তবে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৬ই জুনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত সামান্য কিছুটা কমে হয়েছে ১৯৮ জন, কমেছে পজিটিভিটি রেট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট কমে হয়েছে ২ দশমিক ২৬ শতাংশ। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১ জন, তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে কোন মৃত্যু ঘটেনি। বর্তমানে রাজ্যে হাজার ছাড়িয়েছে অ্যাকটিভ রোগীর। প্রসঙ্গত মাস খানেক আগেই করোনা বিধিনিষেধ তুলে নিয়েছিল রাজ্য সরকার, তারপর খুব একটা বৃদ্ধি পায়নি করোনা আক্রান্তের সংখ্যা, কিন্তু বর্তমানে আবার বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। অনেকেই মনে করছেন আমরা হয়তো করোনার চতুর্থ ঢেউ থেকে খানিকটা পথই পেছনে রয়েছি।
অন্যদিকে রাজ্যে করোনা মোকাবিলার জন্য গত ১৩ই জুন নতুন করে গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি। কমিটির দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে করোনা পরীক্ষার জন্য নতুন বিধি চালু করেছে রাজ্য সরকার। উল্লেখ্য কোন ব্যাক্তি যদি জ্বর, সর্দি-কাশি এর মতো সমস্যা নিয়ে হাসপাতালে আসেন বা ভর্তি হন তাহলে সেই ব্যাক্তিকে করোনা পরীক্ষা করাতেই হবে, অন্যদিকে ইএনটি অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News