দেশের প্রথম বেসরকারি ট্রেন যাত্রা শুরু করলো, সাউথ স্টার এর হাত ধরে

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশে রেলের বেসরকারিকরণ শুরু হয়েছে অনেক আগেই, একে একে বেসরকারি সংস্থা আইআরসিটিসি এর অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেনের, বেশ কিছু বিলাসবহুল ট্রেন চালায় এই সংস্থা, সেই সাথে দেশের বেশ কিছু স্টেশনের ভার ও এই সংস্থার হাতেই, তবে সংস্থা পুরোপুরি ভাবে বেসরকারি নয়, রয়েছে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রাধিনে।
ভারতীয় রেল বেসরকারি সংস্থাকে ট্রেন পরিবহণের ক্ষেত্রে আহ্বান জানিয়েছিল অনেক আগেই, কিন্তু খুব একটা প্রতিক্রিয়া মেলেনি, তবে গতকাল “সাউথ স্টার” নামক এক বেসরকারি সংস্থার হাত ধরে যাত্রা শুরু করলো দেশের প্রথম পুরোপুরি বেসরকারি ট্রেন। রেল মন্ত্রকের “ভারত গৌরব” প্রকল্পের অধীনে যাত্রা শুরু করলো এই বিলাসবহুল ট্রেন। তামিলনাড়ুর কোয়াম্বাত্তুর ষ্টেশন থেকে মহারাষ্ট্রের সিরিডি পর্যন্ত ১১০০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো এই ট্রেন। চলতি বছরের বাজেটে দেশের একশোটি রুটে দেড়শোর বেশি বেসরকারি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছিল, সেই মতো আহ্বান জানানো হয়েছিল দেশের বাইরের বিভিন্ন বেসরকারি সংস্থাকেও। তবে শর্ত একটাই, ভারতীয় রেল যেই পথে যাত্রী পরিবহণ করে না সেই পথেই চালাতে হবে এই বেসরকারি ট্রেনগুলি, সেই সাথে ট্রেনের ভিতরে নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করতে হবে সংশ্লিষ্ট ওই সংস্থাকেই, যদিও ট্রেনের বাইরে বহাল থাকবে আইপিএফ। শুধু বেসরকারি সংস্থাই নয় কর্ণাটক, উড়িষ্যার মতো রাজ্যগুলিও ট্রেন চালাতে ইচ্ছুক বলে জানা গিয়েছে।
সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, ভারতের যেই সমস্ত স্থানের ঐতিহাসিক মাহাত্ম রয়েছে, সেই সমস্ত স্থানেই চলবে এই বিশেষ ট্রেন। তামিলনাড়ুর ঐতিহাসিক স্থান ঘুরে আজ মহারাষ্ট্রে পৌঁছবে দেশের প্রথম বেসরকারি ট্রেন, তারপরে যাত্রীরা নিজেদের মতো ভ্রমন করে আবার চাপবেন ট্রেনে এবং কাল ফের সিরিডি ষ্টেশন থেকে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন। ট্রেনের মধ্যে ২০টি বগি, যার মধ্যে রয়েছে এসি বগি, পাঁচটি স্লিপার বগি এবং একটি উন্নতমানের প্যান্ট্রি কার, সেখান থেকেই যাত্রীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে সংস্থার পক্ষ থেকে। সেই সাথে যাত্রীদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থাও। সাউথ স্টার সংস্থাকে রেল চালানোর জন্য প্রথমে সরকারকে দিতে হয়েছে ১ কোটি টাকা, তারপর প্রতি বছর প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি দিতে হবে ভারতীয় রেলকে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News