প্রবল বৃষ্টিতে বাইক চালানোয় দরকার বাড়তি সর্তকতা, কি কি জেনে নিন আজই

banner

#Pravati Sangbad Digital Desk:

চলে এসেছে বৃষ্টির মরসুম, স্বস্তির নিশ্বাস ফেলছে রাজ্যবাসী ,কিন্তু কিছুক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে ,যেমন বাইক আরোহী দের ক্ষেত্রে। অনেকেই নিত্যদিনের কাজের জন্য বাইকে যাতায়াত করেন তাই ভরা বৃষ্টিতেও তাদের বাইক নিয়ে রাস্তায় নামতে হয়। সবার প্রথমে যেটাই নজর দিতে হবে তাহলে বাইকের স্পিড, বর্ষাকালে প্রবল বৃষ্টিতেও অনেকেই আনন্দের জন্য জোরে বাইক চালানো সে ক্ষেত্রে বাইক স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ বৃষ্টি হওয়ার কারণে এমনিতেই রাস্তা পিচ্ছিল থাকে। এছাড়াও আস্তে গাড়ি চালালে গাড়ি অনেক সুরক্ষিত থাকবে। এরপরে যেটায় নজর দিতে হবে তা হল গাড়ির টায়ার। ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে তা অবিলম্বে বদলে নেওয়া দরকার। এছাড়াও বর্ষাকালে অধিকাংশ সময়ে রাস্তাগুলি জলে নিমজ্জিত থাকে সেইগুলি এড়িয়ে চলাই ভাল কারণ জমে থাকা জল অনেক সময় গাড়ির টায়ার বা ইঞ্জিনে ঢুকে যায় যা ঝুঁকির  সম্ভাবনা তৈরি করে। এছাড়াও সব সময় হেলমেট পড়া তো বাধ্যতামূলক এতে বৃষ্টির থেকেও নিজেকে বাঁচানো যায় বেশ কিছুটা। তাছাড়া বৃষ্টি রোদ ঝড় যাই হোক না কেন হেলমেট এর দ্বারা সুরক্ষিত থাকে আমাদের চোখ। শুধু বাইক- আরোহী দের নিজেদের জন্যই নয়, তাঁদের পরিবারের নিরাপত্তার স্বার্থে এইসব বাড়তি সর্তকতা বর্ষাকালে অবলম্বন করা জরুরী।

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News