কাঁড়ি কাঁড়ি চুল ঝরছে! চুলে লাগান কারি পাতা

banner

#Pravati Sangbad Digital Desk:

চুলের দিকে লক্ষ্য রাখে না এমন নারী বোধ হয় খুব কমই রয়েছে, বর্তমানে মেয়েদের ছোট চুলের বাহার যেমন আছে, তেমনি অনেকেরই সখ লম্বা ঘন কালো চুলের, কিন্তু সে তো মেঘ না চাইতেই জল নয়, রীতিমতো অনেক কাঠ খড় পোড়াতে হয়। তবে অনেকেরই সমস্যা বড় চুল থাকলেও খুবই পাতলা, উল্টোদিকে আবার একবার চিরুনি ঠেকালেই ঝরে আসে এক মুঠো চুল, বাধ্য হয়ে এই শ্যাম্পু থেকে ওই শ্যাম্পু এই আয়ুর্বেদিক ওষুধ থেকে ওই ওষুধ কিন্তু কিছুতেই ফল মিলছে না, আর ইচ্ছা না থাকলেও তাই চুল ছোট করে কেটে ফেলতে হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, আর চিন্তার কারণ নেই, তার কারণ হাতের কাছেই ,কিচেন গার্ডেনে রয়েছে এর সমাধান।  কারিপাতা ,আমাদের অনেকের বাড়িতেই রয়েছে এবং নাহলে বাজারেও কিনতে পাওয়া যায় খুব কম দামেই। বিশেষজ্ঞদের মতে এই পাতার মধ্যে রয়েছে অনেকগুন যা চুল পড়ে যাওয়া, চুলে পাক ধরা এমনকি পাতলা চুল এবং খুস্কির সমস্যা থেকেও দূরে রাখবে আপনাকে। এখন দেখে নেওয়া যাক কারি পাতা দিয়ে ঠিক কি কি করতে হবে,

প্রথমত সামান্য একটু কারি পাতা বেটে নিতে হবে তার সাথে পরিমাণ মতো টক দই মিশিয়ে লাগিয়ে নিতে হবে চুলে, ব্যাস আধ ঘণ্টা ৪০ মিনিট পরে ধুয়ে ফেলুন ঠাণ্ডা জল দিয়ে, কিছু দিন পরেই হাতেনাতে ফল।
দ্বিতীয়ত, আমলকী এবং মেথি দুইই চুলের পক্ষে উপকারি, সেক্ষেত্রে আমলকীর রস করে নিতে হবে, তার সাথে মেথি গুড়ো এবং কারি পাতা বাটা মিশিয়ে লাগিয়ে নিতে হবে মাথায়, তারপর প্রায় ১ ঘণ্টা পরে হালকা উষ্ণ গরম জলে আলতো ভবে ধুয়ে ফেলতে হবে চুল,দেখবেন কিছুদিন পরেই চুল আগের থেকে অনেক ঘন। অন্যদিকে অনেকেই আবার মাথায় পেঁয়াজের রস মাখেন, বিশেষজ্ঞরা বলছেন পেঁয়াজের রসের সাথে যদি কারি পাতা মিশিয়ে মাখা যায় তাহলে তো কথায় নেই। এর ফলে মাথার মৃত কোষ সাফ হয়ে যায়, দূর হয়ে যায় খুস্কি, এমনকি চুলের গোঁড়াও শক্ত হয়। 

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News