মহারাষ্ট্রে মহাসংকট

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে মহারাষ্ট্রের রাজনীতির ময়দানে টালমাটাল অবস্থা । ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে তার সরকারি বাসভবন “বর্ষা” ছেড়ে বেরিয়ে গিয়েছেন নিজের পৈতৃক ভিটে "মাতশ্রী"র উদ্দেশ্যে, সেই সাথে উদ্ভব ঠাকরে আরও বলেন, “ আমি বালসাহেব ঠাকরের সন্তান, আমরা পদের জন্য রাজনীতি করি না, আমরা মানুষের পাশে থাকতে চাই”। শিবসেনা প্রধানের বাসভবন ত্যাগ ঘিরে তৈরি হয়েছিল জল্পনা, যদিও শিবসেনা সদস্যদের দাবি, মুখ্যমন্ত্রী হবেন উদ্ভব ঠাকরেই। অন্যদিকে শিবসেনার বিধায়ক মন্ত্রী একনাথ শিন্ডে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলেও শোনা যাচ্ছে।
সূত্রের দাবি মহারাষ্ট্রের জোট সরকারকে সুরক্ষা দিতে ইতিমধ্যেই এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে একাধিক বৈঠক করেছেন, বিভিন্ন পন্থা নিয়ে আলোচনাও হয়েছে তাদের মধ্যে। জানা গিয়েছে শিবসেনার বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডেকে পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি ঠিক তখনই উঠে আসে, একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন খোদ এনসিপি প্রধান শরদ পাওয়ার। পাশাপাশি উদ্ভব আগুনে জ্বলছে গোটা শিবসেনা, সেই বিতর্কের প্রসঙ্গ টেনে এদিন উদ্ভব ঠাকরে বলেন, “ যদি শিবসেনার কর্মী এবং নেতারা চান আমি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাড়াই, তাহলে তারা আমাকে সামনাসামনি এসে বলুক, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াব”, অন্যদিকে এনসিপি প্রধানের দাবি শিবসেনা যেন তার বিক্ষুব্ধ নেতাদের সাথে কথা বলে। অন্যদিকে একনাথ শিন্ডের দাবি, তার মুখ্যমন্ত্রী হওয়ার দাবিকে সমর্থন জানিয়েছেন ৩৪ জন নেতা, এখনও অনেকেই তাকে সমর্থন জানাবেন বলে তার আশা। জানা গিয়েছে ৩৪ জন সমর্থকদের মধ্যে ৩০ জনই শিবসেনার, এখন মুখ্যমন্ত্রী হতে গেলে দরকার শুধু ৭ জনের সমর্থন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News