দিনের শেষে ২৫৮/৪, অভিষেকে শ্রেয়াস ৭৫ নট আউট

banner

#Pravati Sangbad Digital Desk:

কিছু দিন আগেই ভারতের টি-টয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুবায়ে কিউয়িদের কাছে পরাজিত হয় বিরাট বাহিনী। তার পরেই রবিবার প্রায় ২ বছর পর ক্রিকেটের নন্দনকানন ইডেনে ফের আন্তর্জাতিক টি-টয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে নাকানিচোবানি খায়িয়েছে হিটম্যানের ভারত।

 এবার ঘরের মাঠে কিউয়িদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত  ম্যাচের সিরিজে হারাতে পারলে বদলা নেওয়া যাবে নিশ্চিত। সেদিক থেকে টেস্টের ময়দানে এই ম্যাচ কিউয়িদের বিরুদ্ধে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবেই দেখা হচ্ছে।  আজ থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ডরে টেস্ট সিরিজ কানপুরের কাল মাটির পিচে।


ভারত অধিনায়ক আজিঙ্ক রাহানে ম্যাচের আগের দিনেই ঘোষণা করে দিয়েছিলেন এই ম্যাচে অভিষেক ঘটতে চলেছে শ্রেয়াস আইয়ারের। টসের আগেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারকে দেখা যায় মাঠে এসে শ্রেয়াসের মাথাই টেস্ট ক্যাপ তুলে দিতে। দীপ দাশগুপ্ত এবং সাইমন ডুল পিচ পরিদর্শন করে জানান, “কানপুরের গ্রিনপার্ক স্টডিয়ামের পিচ তৈরি হয় মূলত কানপুর সংলগ্ন এক গ্রামের পুকুরের কাদা মাটি দিয়ে, তাই এই মাটি কালো বর্ণের, এই মাটির বিশিষ্ট হল প্রথম দিকে এই মাটি যথেষ্ট আদ্রতা ধরে রাখলেও যথেষ্ট জল না দিলে এই মাটি শুকিয়ে ফাট ধরে যায়, আর এই ফাটকেই কাজে লাগিয়ে নিজেদের কারিশ্মা দেখান স্পিনাররা। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে প্রতিদিন ৪০ লিটার জল পিচে দিতে হবে প্রয়োজনে তা বাড়ানোর কথাও বলা হয়েছে। তবে এই পিচে স্পিনাররা তাদের নিজেদের কারিশ্মা দেখাতে পারবেন”। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে টস জিতলেন আজিঙ্ক রাহানে। পিচ শুকিয়ে গেলে ভারতীয় স্পিনাররা উইকেট নিতে সাহায্য পাবে এই ভেবে ভারত অধিনায়ক আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। কানপুরের মাঠে ওপেনিং জুটি হিসাবে দেখা যাই মায়াঙ্ক আগারওাল এবং শুভমন গিলকে।


প্রথম ওভারে অভিজ্ঞ টিম সাউদি মাত্র ৩ রান দেয়। ৫ ওভারের শেষে কোন উইকেট পতন না হয়ে রান দাড়াই ১৫। মায়াঙ্ক আগারওাল ৯ এবং শুভমন গিল ৫। ৭.৫ ওভারে ২১ রান ভারত তার প্রথম উইকেট হারায় মায়াঙ্ক আগারওাল আউট হন ২৮ বলে ১৩ রান করে। এরপরে ৩ নম্বরে আসেন চেতেশ্বর পূজারা। তখন ১০ ওভার খাতা খোলেননি ভারতের ভাইস ক্যাপ্টেন চেতেশ্বর পূজারা, শুভমান গিল ৯ রানে ভারতের স্কোর ২৪/১। অবশেষে ১৭ ওভারে ভারত পৌঁছাই ৫০ রানে, ১৭ ওভারের শেষে ভারতের রান দাড়াই ৫৩ রানে ১ উইকেট , শুভমন গিল তখন ৩৩ রানে নটআউট। ২৫ ওভার ইতিমধ্যেই শেষ, ১ উইকেট হারিয়ে ৭৮ রানে দাঁড়িয়ে দুই ব্যাটসম্যান। তাদের জুটি তখন ৫০ রান ভারতের পকেটে পুরেছে। শুভমন গিল তার জীবনের চতুর্থ টেস্ট হাফ সেঞ্চুরি করলেন। চোটের জন্য ইংল্যান্ড সফরে চিটকে গেলেও হাফ সেঞ্চুরি করে বোঝালেন তিনি ফর্মেই আছেন। লাঞ্চ বিরতিতে একটি মাত্র উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে ভারত।


লাঞ্চ বিরতি থেকে ফিরেই ভারত তার দ্বিতীয় উইকেট হারায় ৮২ রানে শুভমন গিল। ৯৩ বলে ৫৩ রান করে আউট হন গিল। ৪ নম্বরে মাঠে নামলেন অধিনায়ক রাহানে। ৩৭ ওভারে ভারত ১০০ এর গণ্ডি অতিক্রম করে, স্কোর দাড়াই ১০৬/২ পূজারা ২৬ নটআউট, রাহানে ১০ নটআউট। ৩৭ ওভার ৪ বলে টিম সাউদির বলে আউট হন পূজারা। রান করেছিলেন ৮৮ বলে ২৬। ৩৭ ওভার ৪ বলে ১০৬ রানে ৩ উইকেট হারায় ভারত ।

পাঁচ নম্বরে অভিষেক ঘটে শ্রেয়াস আইয়ারের। ৪৬তম ওভারে মাঠ ছারেন টিম সাউদি, ৪৬ ওভারের শেষে ভারতেত স্কোর দাড়াই ১৩১ রান, রাহানে ২৮ ও তরুণ শ্রেয়াস ৭। ৪৯ ওভার ১ বলে রাহানের বিরুদ্ধে আঙ্গুল তুললেন আম্পেয়ার, সেই বলে রিভিউ নিয়ে বেঁছে গেলেও ঠিক তার পরের বলেই মাঠের বাইরে ভারত অধিনায়ক, রান করেছিলীন ৬৩ বলে ৩৫ রান। ক্রিজে নামলেন রাবীন্দ্র জাদেজা।


৫০  ওভারের শেষে ভারতের স্কোর ১৪৫ এ ৪। ৬২ ওভারের শেষে ৪ উইকেট দিয়ে ভারতের খাতাই ১৭৭ রান। ৬৮ ওভারে শ্রেয়াস তার জীবনের প্রথম টেস্ট ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন, জাদেজা ২০ রানে ব্যাট করছে, ৬৮ ওভারের শেষে ভারতের রান ২০২, ৪ উইকেট খুইয়ে। শ্রেয়াস আইয়াররে পরে কানপুর টেস্টের প্রথম সিরিজে  হাফ সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজাও। ৯৯ বলে ৫০ রান ছুঁয়ে ফেললেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার। ৮৩ ওভারেরে শেষে ভারতের রান  পৌঁছায় ২৫২ তে। ৮৪ ওভার শেষ হতেই অস্পষ্ট আলর কারণে প্রথম দিনের ম্যাচ স্থগিত করতে বাধ্য হন আম্পায়াররা। প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর দাড়াই ২৫৮ রান ৪ উইকেটের বিনিময়ে। ১৩৬ বলে ৭৫ রান করে নট আউট শ্রেয়াস এবং ১০০ বলে ৫০ রান করে নট আউট জাদেজা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News