দেশ জুড়ে দেশজুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস, কর্ণাটকের মহীশুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও

banner

#Pravati Sangbad Digital Desk:

 আজ আন্তর্জাতিক যোগ দিবস, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘে প্রথম যোগ দিবস পালনের কথা বলে ছিলেন, সেই বছরই ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল প্রতিবছর ২১শে জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হবে। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০১৫ সালের ২১শে জুন থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে।পুরাণ মতে ভারতে যোগ সাধনা বা যোগ ব্যায়ামের প্রচলন কয়েক কোটি বছর আগে থেকেই, পুরাণ মতে সাধু সন্ন্যাসীরা যোগ সাধনাতে রীতিমতো সিদ্ধহস্ত ছিলেন, সেই থেকেই ভারতে যোগের অভ্যাসের সূচনা। দিন যত গড়িয়েছে ভারতে ততই প্রচলিত হয়েছে যোগ। পাশাপাশি যোগ -ব্যায়ামের রয়েছে অনেক গুণাবলী, যেমন- যোগ সাধনা বা যোগ ব্যায়াম ধৈর্য বাড়াতে সাহায্য করে, কোন বিষয়ে মনোনিবেশ করতেও সাহায্য করে, সেই সাথে নিয়ন্ত্রণ করে রক্ত চাপ অন্যদিকে যোগ পেশিশক্তি বাড়াতে সাহায্য করে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছিলেন কর্ণাটকের মহীশুরে যোগ দিবসের অনুষ্ঠানে। সেখানে প্রধানমন্ত্রী বলেন, “যোগাসন আমাদের জীবনের একটা অংশ, তাই একে অতিরিক্ত কাজের মধ্যে ধরা ঠিক নয়। যোগ ব্যায়াম আমাদের শরীরে নানান সমস্যা দূর করে, সেই সাথে মানসিক চাপ- মুক্তিও ঘটায় যোগ ব্যায়াম”। গোটা দেশের পাশাপাশি যোগ দিবস পালন করেছেন উত্তরাখণ্ডের আইটিবিপি এর জাওয়ানরাও। এদিন মহীশুরের যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

Journalist Name : Sabyasachi Chatterjee