পুরুষদের ক্যান্সারের সম্ভাবনা বাড়াছে সাপ্লিমেন্ট

banner

#Pravati Sangbad Digial Desk:

শুধুমাত্র তামাকজাত দ্রব্য সেবনই এবার থেকে ক্যান্সারের আশঙ্কা বাড়াচ্ছে না, অত্যাধিক স্বাস্থ্যবান হওয়ার জন্য ব্যবহার করা সাপ্লিমেন্টও বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। গবেষণার তাহলে প্রমাণিত হয়েছে তা সাপ্লিমেন্ট নেওয়া মোটেই স্বাস্থ্যকর নয়, ভিটামিন বি সাপ্লিমেন্ট নিলে তো তার সরাসরি প্রভাব ফেলছে ফুসফুসের উপর এমনটাই প্রমাণিত হয়েছে প্রায় 70 হাজারেরও বেশি মানুষের উপর করা গবেষণার ফলাফলে। ভিটামিন বি অবশ্যই শরীরের জন্য খুবই দরকারি যেমন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে স্নায়ুতন্ত্র আরও উন্নত করতে হজম শক্তি বাড়াতে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভিটামিন বি এর প্রয়োজনীয়তা অনেক। কিন্তু ভিটামিন বি এর মূল উৎস প্রাণিজ খাদ্য অনেকেই সাপ্লিমেন্ট এর উপর ভরসা করে গ্রহণ করে ভিটামিন বি। ভিটামিন বি কমপ্লেক্স এর সাপ্লিমেন্ট থাকে ভিটামিন বি1, ভিটামিন b2 ভিটামিন b3 ভিটামিন-b5 ভিটামিন-b6 ভিটামিন b9 কোন ভিটামিন b12। ধূমপানের সাথে সাথেই যারা এই সাপ্লিমেন্ট 10 বছরের বেশি সময় ধরে গ্রহণ করে তাদের ক্যানসারের সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে গেছে বলে দেখা গেছে প্রায় 13 টি দেশের পুরুষ ও মহিলাদের ওপর গবেষণার দ্বারা। ধূমপান ছাড়াও ভিটামিন বি সাপ্লিমেন্ট যে সরাসরি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় জার্নাল অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি তে প্রকাশিত হয়েছে। হু-এর রিপোর্টে প্রমাণিত হয়েছে  ভারত সহ অন্যান্য দেশে প্রায় কুড়ি লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ফুসফুসে ক্যান্সারের জন্য 2020  সালের। তাই অহেতুক সাপ্লিমেন্ট নেওয়ার বদলে তার চিকিৎসকদের থেকে পরামর্শ করিয়ে নেওয়াই ভালো বলে মনে করা হচ্ছে কারণ একজনের শরীরে কতটা পরিমাণ সাপ্লিমেন্ট দরকার আর কতটা হলে তা বাড়াবাড়িতে পরিণত হবে তা একজন চিকিৎসকই ঠিক করে দিতে পারেন।

Journalist Name : sagarika chakraborty

Related News