পদ্মা সেতু দিয়ে ছুটবে সৌহার্দ্য, খুশি দুই বাংলার মানুষ

banner

#Pravati sangbad Digital Desk:

দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল কোলকাতা বাংলাদেশ বাস পরিষেবা, সেই সাথে বন্ধ ছিল রেল পরিষেবাও, তবে রেল পরিষেবা চালু কিছু দিন আগে চালু হয়ে গিয়েছে, আর এবার চালু হল কোলকাতা ঢাকা বাস পরিষেবাও। আজ সকাল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাত ধরে কিড ষ্ট্রীট থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল বাস পরিষেবা, তবে এবার থেকে ঠিক আগের মতোই সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক টার্মিনাল থেকেই মিলবে বাস। কোলকাতা থেকে বাস ছাড়বে সোম বুধ এবং শুক্রবার, অন্যদিকে ঢাকা থেকে কোলকাতার উদ্দেশ্যে বাস রওনা দেবে মঙ্গল বুধ এবং শুক্রবার।4
সংস্থার কর্ণধার অবনী কুমার ঘোষ জানিয়েছেন করোনা পরিস্থিতির আগের মতোই থাকছে বাস ভাড়া। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং শ্যামলী যাত্রী পরিবহণ সংস্থার হাত ধরে আরও এবার দুই বাংলার মধ্যে মেলবন্ধন তৈরি হল। অন্যদিকে বাংলাদেশে দুই দিন আগেই পদ্মা সেতুর উদ্বোধন করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী সেখ হাসিনা, এই পদ্মা সেতুর উদ্বোধনের ফলে প্রায় আড়াই ঘণ্টার দূরত্ব ঘুচবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে শ্যামলী যাত্রী পরিবহণ সংস্থার পক্ষ থেকে পুনরায় চালু করা হয়েছে কোলকাতা ঢাকা আগরতলা বাস পরিষেবা, প্রতি সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার বেলা ১১টা ৪৫ নাগাদ করুণাময়ী বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে পরের দিন সকালে বাস পৌঁছবে আগরতলা, সেখান থেকে আবার পরের দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিকেল ৪টে নাগাদ বাস রওনা দেবে কোলকাতার উদ্দেশ্যে, সেক্ষেত্রেও বাস ভাড়া আগের মতোই ১৮০০ টাকাই থাকছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News