বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,কেমনে দিই ফাঁকিঃ আজ আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম দিবস

banner

#Pravati Sangbad Digital Desk:

আন্তর্জালের জালে আটকে পড়েছি আমরা । সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। গ্রামের চায়ের দোকানে মানুষ তথ্যের জন্য এখন আর পত্রিকার পাতা ঘাঁটাঘাঁটি করে না,তার বদলে এসেছে স্মার্টফোন। চারপাশে, দেশে-বিদেশে কী ঘটছে, সেগুলো ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগলসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে সবাই।আজ World Social Media Day বা বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দিবস। ২০১০ সাল থেকে সারা দুনিয়ায় ৩০ জুন দিবসটি পালিত হয়ে আসছে। দিবস উপলক্ষে নেটিজেনরা #SMDAY হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে।
সামাজিক যোগাযোগের সবচেয়ে প্রাচীন মাধ্যম হলো চিঠিপত্র। সামাজিক যোগাযোগে বিপ্লব আসে টেলিফোন আবিষ্কারের ফলে। এরপর আসে ফ্যাক্স। মোবাইল ফোন এসে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা দেয়। ইন্টারনেটে সাধারণ মানুষের অ্যাকসেস বাড়ার সাথে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তিনির্ভর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম গড়ে উঠতে থাকে। ইন্টারনেটভিত্তিক ভার্চুয়াল যোগাযোগের প্রথম প্রয়াস Six degrees (১৯৯৭)। ২০০২ সালে আসে My Space। সামাজিক যোগাযোগের ধারণা পাল্টে দিতে তুমুল জনপ্রিয়তা নিয়ে আসে Facebook (২০০৪)। YouTube (২০০৫), Tweeter (২০০৬) ও Instagram (২০১০) সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মাত্রা যোগ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গবেষণায় দেখা গেছে,বর্তমানে বিশ্বে ৪৫৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, এর মধ্যে সাড়ে তিনশ কোটির ওপর মানুষ ফেসবুক ইউটিউব জাতীয় সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। প্রতিবছর ৯% হারে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। নেটিজেনরা দিনে গড়ে ১৪৪ মিনিট ব্যয় করেন সোশ্যাল মিডিয়ায়;পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন টুইট করা হয় ৫০ কোটি, মিনিটে ৬০০০টি। ইউটিউবে প্রতি মিনিটে ৩০০ ঘণ্টার ভিডিও আপলোড করা হয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ৮১% আজকের দিনে কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সোশ্যাল মার্কেটিং-এর ধারণা।
গবেষণায় দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ করে তুলেছে অসামাজিক। বস্তুত ভার্চুয়াল যোগাযোগের সুযোগ যত বাড়ছে, মানবসম্পর্ক তত ভঙ্গুর হয়ে যাচ্ছে। কাছে আসার ছলে মানুষ চলে যাচ্ছে দূরে। সম্পর্কজাল যত বিস্তৃত হচ্ছে, সম্পর্কের মূল্য সম্পর্কে মানুষ তত বেশি বেখেয়াল হয়ে যাচ্ছে। এখন সম্পর্ক আলগা, হৃদয়াবেগরহিত। মানবসম্পর্ক বিষয়ক গবেষক ও আচরণতাত্ত্বিক বিজ্ঞানী Clarissa Silva বলেন, “Social media has been linked to higher levels of loneliness, envy, anxiety, depression, narcissism and decreased social skills.”

Journalist Name : Srijita Mallick