Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

বন্ধ হল আধারের এই পরিষেবা

banner

#Pravati Sangbad Digital Desk:

“মেরা আধার, মেরি পেহেচান”, তবে আধার এখন আর শুধু পরিচয় পত্র নয়, আধার আমাদের জীবনের সাথে অতপ্রত ভাবে জরিয়ে পড়েছে। ব্যাঙ্কের কাগজপত্র থেকে শুরু করে, যে কোন সরকারি বেসরকারি কাজে আধার কার্ড আবশ্যক হয়ে পড়েছে বর্তমানে। অর্থাৎ ধীরে ধীরে ভোটার কার্ডের পরিবর্তে সমাজে গ্রহণ যোগ্যতা পেয়েছে আধার কার্ড। তবে ইউডিআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে জানানো হয়েছে, অনির্দিষ্ট কালের জন্য তারা বন্ধ করছে আধার কার্ডের দুটি পরিষেবা।
প্রথমটি হল, ইউডিআই এর সাইট আর দেখতে পাওয়া যাবে না কার্ড হোল্ডারডের ঠিকানা পরিবর্তনের অপশেন। আগে আধার সেবা কেন্দ্র গুলির সাহায্যে নিজের ভুল ঠিকানা শুধরে নেওয়া যেত সহজেই, তবে এবার থেকে সেই ব্যাবস্থা বন্ধ করতে চলেছে ইউডিআই, যার ফলে বিশেষ করে অসুবিধাতে পরবেন এলাকার অস্থায়ী বাসিন্দা অর্থাৎ কোন বাড়ির ভাড়াটে, সেই সাথে যেই সমস্ত ব্যাক্তি কাজের সূত্রে প্রায়ই তাদের ঠিকানা অদল বদল করে থাকেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ যতদিন না তাদের কাছে এসে পৌঁছবে ততদিন তারা এই ব্যাবস্থা পুনরায় ফিরিয়ে আনবে না। সেই সাথে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আরও একটি পরিষেবা বন্ধ করে দিয়েছে। প্রথম দিকে যারা আধার কার্ড করিয়েছিল তাদের সকলেরই লম্বা প্রিন্টের আধার কপি বাড়িতে পৌঁছে দিয়েছে সরকার, কিন্তু সেই লম্বা প্রিন্ট কপিটি সব জায়গাই নিয়ে যাওয়া সম্ভব নয়, অন্যদিকে গ্রাহকদের ঝোঁক বেড়েছে ডেবিট কার্ডের মতো দেখতে পিভিসি আধার কার্ডের দিকে, যা বহন করাও খুবই সহজ। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News