এই বছরের জন্য স্থগিত কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ দুই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে স্কুল কলেজমুখী হয়েছে পড়ুয়ারা, রাজ্যে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল, এবার কলেজে কলেজে নতুন পড়ুয়া ভর্তির পালা। ইতিমধ্যেই রাজ্যের অনেক কলেজে ভর্তির প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষা সংস্থা ইউজিসি এর তরফ থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে জানানো হয়েছিল, এবার থেকে কলেজে ভর্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইন  এর মাধ্যমে। সেই সাথে ভর্তির জন্য দিতে হবে প্রবেশিকা পরীক্ষা। কেন্দ্রের এই নতুন নীতির পেছনে উদ্দেশ্য ছিল দেশের শিক্ষা ব্যাবস্থাকে দুর্নীতি মুক্ত করা। আর সেই মতো কাজও শুরু করেছিলো আমাদের রাজ্যও, প্রাথমিক ভাবে সব কিছুই ঠিক থাকলেও আপাতত এই বছরের জন্য রাজ্য বাতিল করলো কেন্দ্রীয় ভর্তি নীতি।
ঠিক এক মাস আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, “ মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে সমস্ত আলোচনা হয়েছে, আমরা কলেজের আবেদনের জন্য নতুন করে কেন্দ্রীয় ভাবে প্রস্তুতিও নিতে শুরু করেছি”, ঠিক একমাস কাটতে না কাটতেই উল্টো ঘুরলো রথের চাকা। এদিন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “ অনলাইন ভর্তি একটা সময় সাপেক্ষ ব্যাপার, আরও বেশ কিছু মাস লাগবে এই নতুন প্রক্রিয়া চালু করতে”, তিনি আরও জানিয়েছেন, “রাজ্যের সমস্ত কলেজের উপাচার্যদের সাথে কথা হয়েছে, তারা তাদের মতামত জানিয়েছেন, তাদের দাবি ইতিমধ্যেই কোভিডের কারণে শিক্ষা ব্যাবস্থার টালমাটাল অবস্থা, ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে পরিস্থিতি, এর মধ্যে যদি আবার দেরি করে ভর্তি প্রক্রিয়া শুরু হয় তাহলে শিক্ষানবিশদের অসুবিধার মধ্যে পড়তে হবে”। এদিন তিনি জানিয়ে দিয়েছেন এই বছরের জন্য বাতিল কেন্দ্রীয় অনলাইন ভর্তির নীতি পরের বছর থেকে এই নতুন নীতি চালু করা হবে। 

Journalist Name : sagarika chakraborty

Related News