আজ থেকে বন্ধ শিয়ালদহ ও দমদম শাখার ট্রেন!! সংকটে যাত্রীরা

banner

#Pravati Sangbad Digital Desk:

 ফের রাজ্যে বাতিল করা হল একাধিক ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদহ ও দমদমের মধ্যে রেলব্রিজের কাজের জন্য লোকাল ট্রেন বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল ট্রেন। এর পাশাপাশি ৬টি এক্সপ্রেস ট্রেন দেরিতে চলবে। দেরিতে চলবে গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শনি ও রবিবার অর্থাত্‍ আজ ও কাল বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। এই নিয়ম কার্যকর হচ্ছে আজ রাত ১১:৩০ থেকে সকাল ৯:৩০ অবধি। উল্লেখ্য, শিয়ালদহ ও দমদমের মাঝে একটি রেলব্রিজ রয়েছে। সেই ব্রিজেই কাজ করবে রেল। রেলের এই কাজের জেরে পাওয়ার ব্লক করা হবে। 
এর পাশাপাশি শনিবার ছেড়ে আসা কয়েকটি ডাউন মেল এক্সপ্রেস সুপার ফাস্ট ট্রেনের যাত্রায় যথাযথ নিয়ন্ত্রণ করা হবে। ট্রেনগুলি  হল ,১৩১৫৪ মালদা টাউন শিয়ালদহ গৌর এক্সপ্রেস, ১২৩৪৪ নিউ জলপাইগুড়ি শিয়ালদহ দার্জিলিং মেল, ১৩১৫০ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চন কন্যা এক্সপ্রেস, ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, এবং আগামী রবিবার ১৩১৭৩ শিয়ালদহ - আগরতলা কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেস।

Journalist Name : SRIJITA MALLICK

Related News