শীঘ্রই আসতে চলেছে নাথিং ফোন ১(Nothing Phone 1)

banner

#Pravati Sangbad Digital Desk:

নাথিং ফোন ১, লঞ্চের আগে থেকেই শুরু হয়েছে হইচই। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে স্পেশ্যাল ইনভাইট না পেলে কেনা যাবে না এই ফোন; অর্থাৎ কেউ চাইলেই এই ফোন কিনতে পারবে না। গ্রাহকের কাছে স্পেশ্যাল ইনভাইট এলে, তবেই কেনা যাবে নাথিং ফোন ১। কিন্তু এবার শোনা গেলো আশার বাণী;বাতিল হতে চলেছে এই ইনভাইট পদ্ধতি। সবার জন্যই থাকতে চলেছে নাথিং ফোন ১ কেনার সুযোগ, এমনটাই ট্যুইটে আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা। আগামী ১২ জুলাই লঞ্চ হতে চলেছে নাথিং সংস্থার সেমি ট্রান্সপারেন্ট স্মার্টফোন নাথিং ফোন ১।
আপাতত এই ফোনের অনলাইন বুকিং করা যাচ্ছে ফ্লিপকার্টের মাধ্যমে। এর পাশাপাশি রিলায়েন্স ডিজিটালে অফলাইনেও এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। ফ্লিপকার্টের মাধ্যমেই এই ফোনের জন্য সকলে প্রি-বুকিংয়ের সুযোগ পাবেন। তবে এই নতুন নিয়ম কবে থেকে চালু হবে তা জানা যায়নি। এর পাশাপাশি এও শোনা গেছে যে, নাথিং ফোন ১ মডেলের দাম হয়তো ৩০ হাজার টাকার আশপাশে হতে চলেছে। যদিও এই ফোনের দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি নাথিং সংস্থা।
৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে নাথিং ফোন ১। এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে কালো রঙে।একনজরে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য ফিচারগুলো।
সেমি ট্রান্সপারেন্ট ফোন:-
এতদিন দেশে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর থেকে একদম আলাদা হতে চলেছে এই ফোন। কারণ এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হল ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। এখানে আবার আলো জ্বলে ওঠার ফিচারও থাকতে চলেছে।এমতাবস্থায় নাথিং কোম্পানি তাদেরই অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোনের পিছনের অংশের ছবি প্রকাশ্যে এনেছে। আর সেখানেই দেখা গিয়েছে এই সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।
প্রসেসর ও ডিসপ্লে:-
স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপ থাকতে পারে নাথিং ফোন ১-এ। এছাড়াও থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে নাথিং সংস্থার এই ফোনে।

Journalist Name : Riya Some

Related News