Flash News
    No Flash News Today..!!
Monday, December 15, 2025

রাজ্যের স্কুলে স্থায়ী পদের পাশাপাশি Group D নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সরকারি পোষিত স্কুলে স্থায়ী পদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল (বাংলা মাধ্যম) -এ পুরুষ শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা এতে আবেদন করতে পারবে। স্থায়ী পদে নিয়োগ করা হবে।  নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
গ্রুপ-ডি পদে নিয়োগ-
 শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে।
শূন্যপদ
মোট তিনটি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। Mathematics (OBC-B), Pure Science (SC) & Sanskrit (SC). 
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষক পদের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed করা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় আছে। 
বেতন 
ROPA, ২০১৯ এর নিয়ম অনুযায়ী মাসিক বেতন এবং বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইটে (www.rkmmanasadwip.org/school) ৩রা জুলাই থেকে ১৫ই জুলাই, ২০২২ পর্যন্ত উপলব্ধ। পূরণকৃত আবেদনপত্র  ৪ই জুলাই থেকে ১৬ই জুলাই, ২০২২ সকাল ১১.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত  (রবিবার বাদে এবং অন্যান্য ছুটি) স্কুলের অফিসে গৃহীত হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News