Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

সর্দি কাশি দিয়েই শুরু অ্যাডিনো ভাইরাস

banner

#Pravati Sangbad Digital Desk:

এখন সর্দি কাশি লেগেই আছে,বিশেষ করে শিশুদের। আর অনেক সময় এই সর্দি কাশিকে আমরা ঠান্ডা বলেই এড়িয়ে চলি। কিন্তু সাবধান। বর্তমান বিশেষজ্ঞরা বলছেন এই সর্দি কাশি দিয়েই শুরু হচ্ছে অ্যাডিনো ভাইরাস নামের এক মারণ রোগ। বিগত দেড় মাসে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে এই রোগে এমন যায় জানা যাচ্ছে। তাই এখন শিশুদের সর্দি,কাশি হলেই বিশেষ ভাবে নজর দিতে বলছেন অভিভাবকদের। বিশেষজ্ঞরা জানিয়েছেন,এই রোগের সংক্রমণ হিসেবে ফুসফুসও প্রভাবিত হচ্ছে। বর্তমানে এই রোগের প্রকোপ এত বেড়ে গেছে যে শিশু হাসপাতালে বেড সংখ্যা কম পড়ে যাচ্ছে রোগীদের জায়গা দিতে। প্রয়োজনে একটু বেডে একসঙ্গে ২ জনকে রেখে চিকিৎসা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এও জানিয়েছে, আইসিইউতে জায়গা একেবারেই নেই। তবে ডাক্তাররা জানাচ্ছেন,আবহাওয়ার পরিবর্তনের কারণেই এই রোগ হচ্ছে।তাই এখন একটু সাবধানে থাকতে হবে,আর কিছুদিন পর গরমের আবহাওয়া আসলে রোগের সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকবে এমনটাই আশা করা যায়।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News