সহায়তা প্রদানের জন্য ভারতকে খোলা চিঠি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের

banner

#Pravati Sangbad Digital Desk:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে উৎসবের মরশুমেও বিষাদের সুর। রাশিয়া আক্রমণে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এখন খুঁজছে শান্তি। এরইমধ্যে ইউক্রেন সাহায্য চাইল ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সম্প্রতি ভারতসফরে এসেছেন ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী ইমাইন জাপারভা (Emine Dzhaparova)। সেই সময়ে ইউক্রেন প্রধান ভারতের উদ্দ্যেশে চিঠি লেখেন। অপরদিকে ইউক্রেন প্রধান নিজের টুইটার থেকে টুইট করে জি-২০ নিয়ে মোদীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তিনি জানান, তাঁর সাথে ভারতের প্রধানমন্ত্রীর ফোনে কথা হয়েছে এবং তাঁর দেশ সর্বদা শান্তির পক্ষ্যে। তিনি জাতিসংঘে ভারতের সমর্থনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News