Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

নেটদুনিয়ায় দৌলতে গ্রাম বাংলার মহিলার প্রতিভা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে

banner

#Pravati Sangbad Digital Desk:

গ্রামের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরার প্ল্যাটফর্ম সেরকম ভাবে এত দিন ছিল না। গ্রামে বিভিন্ন শিল্পকলার নিদর্শন রয়েছে। কার্যত নেটদুনিয়ায় দৌলতেই বহু বেনামি শিল্পী পরিচিতি পেয়েছেন। প্রত্যন্ত গ্রামের প্রতিভাও উঠে এসেছে বিশ্বের দরবারে। সেই কারণেই তো বীরভূমের প্রত্যন্ত গ্রামের ভুবন বাদ্যকরের গান পৌঁছে গিয়েছে ভিনদেশে। সেরকমই এক প্রতিভা এ বাংলারই কোনও এক গ্রাম থেকে উঠে এসে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এমনই হাতের কাজ তাঁর, যা দেখে বাংলার মানুষ তো বটেই, বিশ্বের মানুষও অবাক হয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের কোনও গ্রামের এক মহিলা। রাস্তাতেই তিনি তৈরি করলেন আশ্চর্যজনক রাস্তার উপর রাস্তা! ইটের পাঁচিল দিয়ে ঘেরা রাস্তা যেমনটা হয়, ঠিক তেমনই রাস্তার উপর যেন উঠে রয়েছে আরেকটি রাস্তা। এককথায় বলা যায়, এ যেন 3ডি রাস্তা। উনি গ্রামেরই এক স্কুলে পড়ান। 3D শিল্পের প্রতি তিনি যথেষ্ট অনুরাগী। নিজের স্কুলেও প্রায়শই এই ধরনের আর্ট তৈরি করেন। অনেক শিশুই তাঁর কাছে প্রশিক্ষণ নেয়। 

https://twitter.com/i/status/1664993084088758273 (ভিডিও লিঙ্ক)

টুইটারে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @TansuYegen নামক একটি হ্যান্ডেল থেকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্ট্রিট আর্ট। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়লা এবং চকের সাহায্যে মহিলা রাস্তায় একটি দুর্দান্ত 3D ছবি আঁকছেন। সে ছবি যে খুব ছোট, তা-ও নয়। প্রায় 10 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া এই চিত্রকর্ম।

3D ছবিটা এতটাই জীবন্ত করেছেন, যা দেখে গ্রামের মানুষজন তো বটেই, সঙ্গে নেটপাড়ার লোকজনও অবাক হয়ে গিয়েছেন।

কয়েক দিন আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। প্রায় ১৫ লাখেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। ১৭ হাজারের বেশি লাইক এবং ২৫০০-রও বেশি রিটুইট করা হয়েছে ভিডিয়োতে। মহিলার দক্ষতা দেখে মানুষ অবাক। কমেন্ট সেকশনে মানুষজন তাঁদের বিস্ময় প্রকাশ করেছেন।

নেটদুনিয়ায় দৌলতে গ্রাম বাংলার মহিলার প্রতিভা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে 

Journalist Name : প্রিয়শ্রী

Related News