Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

ভারতীয় কুস্তির নতুন কমিটিকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রকঃসাক্ষী-বজরংদের প্রতিবাদের ফল

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় কুস্তির নতুন কমিটিকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক । সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিবাদ জানিয়ে, অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা কুস্তিগির সাক্ষী মালিক অবসর ঘোষণা করেন। অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফেরত দেন। তার পর থেকে ক্রীড়া মহলে শোরগোল চলছিল নতুন নির্বাচিত কমিটি নিয়ে। এ বার এই কমিটি সাসপেন্ড করে দেওয়ায় অনেকেই বলছেন, সাক্ষী-বজরংদের প্রতিবাদের ফল পাওয়া গেল।


বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লুএফআই)সভাপতি পদে ব্রিজ ভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হন। এর প্রতিবাদে অবসরের সিদ্ধান্ত নেন ওলিম্পিকসে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। তারপর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেন বজরং পুনিয়া। ২৪ ঘণ্টার মধ্যে এই জোড়া ধাক্কা বেশ অস্বস্তিতে ফেলেছিল ফেডারেশনকে। শনিবার তা আরও বাড়ল। প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের অপসারণের দাবিতে দীর্ঘদিন বিক্ষোভ দেখিয়েছিলেন সাক্ষী মালিক সহ একাধিক পদক জয়ী কুস্তিগির। এরপর নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে বিক্ষোভকারীদের দাবি ছিল, ব্রিজভূষণের ঘনিষ্ঠ কেউ ফেডারেশনের কোনও পদে যেন না থাকেন। কিন্তু প্রাক্তন সভাপতির অঙ্গুলিহেলনেই হয়েছে ঠিক তার উল্টো। নিয়ামক সংস্থার প্রধান হয়েছেন সঞ্জয় সিং। ফের শুরু হয়েছে প্রতিবাদ। 


শনিবার এক্স হ্যান্ডেলে বীরেন্দর লেখেন, ‘কুস্তি ফেডারেশনের নির্বাচনে যা হয়েছে তা অত্যন্ত লজ্জার। আমি দেশের নারীশক্তির কথা মাথায় রেখেই পদ্ম সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কুস্তি সংস্থায় নির্বাচিত সঞ্জয় সিং প্রাক্তন সভাপতি যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। যার প্রতিবাদে বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন। কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। এর আগে এবছর জানুয়ারি থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে ধরনায় বসেন কুস্তিগীরদের একাংশ।


Journalist Name : প্রিয়শ্রী

Related News