Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

banner

#Pravati Sangbad Digital Desk:

কিম- জং- উন, বিশ্ব রাজনীতির দেশনায়কদের মধ্যে এক বহুল আলোচিত নাম, শুধু রাজনীতি নয়, কূটনৈতিক দিক দিয়েও সর্বাগ্রে বিরাজমান উত্তর কোরিয়ার এই নেতা, সেই সাথে কোরিয়ান পিপলস আর্মির সর্বোচ্চ অধিনায়ক। অনেক দেশই কিম জং উনের স্বৈরাচারীতার বিরুদ্ধে আঙুল তুলতে ভয় পান, তবে এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিলো আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া।
সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিলো, আর এবার তার প্রত্যুত্তরে একের পর এক মিসাইল উৎক্ষেপণ করলো আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। তবে অনেকের মতে এর ফলে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু দিন আগেই উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিলো, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে নিন্দার ঝড় ওঠে, এবার তারই জবাব দিলো এই দুই দেশ। দক্ষিণ কোরিয়ার এক সংবাদ সংস্থা তরফে জানানো হয়েছে, “ গতকাল উত্তর কোরিয়ার বিরুদ্ধে আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যাতে উত্তর কোরিয়া নিজের ভুল সংশোধন করে”।

আজ সকালে দক্ষিণ কোরিয়ার সেনা প্রধান জানিয়েছেন, “ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে এই মিসাইলগুলি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করেছে, যাতে এটা স্পষ্ট যে আমরা সফল ভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আঘাত আনতে পারি, সেই সাথে উত্তর কোরিয়ার সেনার সাপোর্ট সিস্টেম এবং কম্যান্ড সিস্টেম দুটিই আমাদের মিসাইলের আওতার মধ্যেই রয়েছে”, তিনি আরও বলেন “উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলাকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া চলে না, এটি একটি নিন্দাজনক ঘটনা”। উল্লেখ্য, শেষবারের মতো আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে মহড়া দিয়েছিলো ২০১৭ সালে, তারপর আবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ২০২২ সালের এই মহড়া, ফলে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে। সূত্রের খবর খুব দ্রুত পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া, তার আগেই আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া সাবধান করলো উত্তর কোরিয়াকে। বিশেষজ্ঞ মহলের দাবি অবশ্য, আমেরিকার কাছ থেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে স্বীকৃতি চাইছে উত্তর- কোরিয়া, তার জেরেই এত কিছু করছে কিম- জং -উন। অন্যদিকে ২০১৭ সালের পর আর কোন পারমাণবিক পরীক্ষা করেনি উত্তর কোরিয়া কিন্তু স্বীকৃতির জন্য দাবি জানিয়েছে বারবার, স্বীকৃতি না মেলায় আবারও একই পথে হাঁটতে চাইছে উত্তর কোরিয়া।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News