বাড়ি বসেই পাসপোর্টের আবেদন করুন, বদলাতে পারবেন জীবনসঙ্গীর নামও

banner

#Pravati Sangbad Digital Desk:

বিভিন্ন পরিষেবা পাওয়াই হোক বা পরিচয়পত্র হিসেবে, প্রতিনিয়তই আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মত নথিগুলি প্রয়োজন হয়। যদিও,পার্সপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এর মাধ্যমে পরিচয়পত্রের পাশাপাশি দেশের নাগরিকত্ব প্রমাণিত হয়। পাশাপাশি যে কোনও প্রয়োজনে বিদেশ যেতেও পাসপোর্ট আবশ্যিক। ভারতের বিদেশমন্ত্রক ও কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের সহজে পাসপোর্ট দিতে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করেছে। পাশাপাশি অনলাইনে আবেদন করেও দেশ বা দেশের বাইরে থেকেও পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এবারের অনেকের মনেই প্রশ্ন রয়েছে, কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। অনেকেই এই আবেদনের পদ্ধতি জানেন না, সেই কারণে দালালরা তাদের বোকা বানিয়ে সহজ কাজের জন্য তাদের থেকে টাকা হাতিয়ে নেয়। কিন্তু বাড়িতে বসেই সহজেই পাসপোর্ট বানানো যেতে পারে।
Passport-এর অ্যাপ্লাই কিভাবে করবেন? অহেতুক এদিক-সেদিক ছোটাছুটি করতে যাবেন না। Passport-এর আবেদন জানাতে আপনাকে Passport Seva Kendra বা Regional Passport Office কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই করে ফেলুন। খুবই সহজ পদ্ধতি রয়েছে, আর তার জন্য সময়ও লাগবে খুব কম। বাড়িতে বসে Passport Seva Portal খুলে খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্টের জন্য।
এবার থেকে ঘরে বসে আপডেট করতে পারবেন জীবনসঙ্গীর নামও।  অনলাইনে এই সুবিধা পাবেন পাসপোর্টহোল্ডার। এতদিন পাসপোর্টে  কোনও পরিবর্তন করতে যেতে হত পাসপোর্ট কেন্দ্রে। পাসপোর্টে জীবনসঙ্গীর নাম যোগ করতে কিছু প্রয়োজনীয় নথির প্রয়োজন। যার মধ্যে রয়েছে আসল পাসপোর্ট, পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার ফটোকপি, অবজারভেশন পেজ, ইমিগ্রেশন চেক (ইসিআর), ইমিগ্রেশন চেক (নন-ইসিআর) পৃষ্ঠা।মনে রাখবেন এই আপডেট করার সময় পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। আপনি যেকোনও দুটি উপায়ে আপনার স্ত্রীর নাম এতে যোগ করতে পারেন। প্রথমে পাসপোর্ট সেবা অনলাইন পোর্টালে গিয়ে রেজিস্টার করুন। তারপর আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন ও লগ ইন করুন। একটি ফ্রেশ পাসপোর্ট/রি-ইস্যুর জন্য আবেদনের লিঙ্কে ক্লিক করুন।এই উপায়ে পাসপোর্ট থেকে নাম বাদ দিন।জীবনসঙ্গীর নাম মুছে ফেলার জন্য উপরে উল্লিখিত প্রাথমিক পদক্ষেপগুলি করুন৷ এবার পাসপোর্ট রি-ইস্যুতে, existing personal particular-এ ক্লিক করুন। তারপর স্ত্রীর নামের বিকল্পটি নির্বাচন করুন ও পরিবর্তন করুন।

Journalist Name : SRIJITA MALLICK

Related News