মহিলাদের জন্য বড় সুযোগ : প্রকাশিত হলো রাজ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

banner

#Pravati Sangbad Digital Desk:

অনেক মহিলাই পরিবারের পাশে দাঁড়াতে চান, কিন্তু চারিদিকে খুঁজলেও তারা কোনো চাকরি পাচ্ছেন না। সেই সকল মহিলাদের জন্য রাজ্য সরকার নিয়ে এল এক বড় সুযোগ। রাজ্যের আরও একটি জেলার দুটি প্রশাসনিক বিভাগে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। হুগলি জেলার চন্দননগর এবং হুগলি সদর মহাকুমায় আশাকর্মী নিয়োগ করা হবে।
সেই বিজ্ঞপ্তি অনুসারে সকল মহিলা আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তারা কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা বিবাহ - বিচ্ছিন্না সকল মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সব মিলিয়ে মোট ১০৮টি শূন্যপদ রয়েছে।
এই পদে আবেদনের জন্য মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একান্ত জরুরী; উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন, তবে সেই যোগ্যতার জন্য অগ্রাধিকার মিলবে না। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে; হুগলি জেলার চন্দননগর মহকুমার সিঙ্গুর, হরিপাল এবং তারকেশ্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। এবং এর পাশাপাশি কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সেগুলি হল-
• ঠিকানার প্রমাণপত্র।
• শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
• প্রার্থীর বয়সের প্রমাণপত্র।
• প্রার্থীয় জাতিগত শংসাপত্র।
• সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
• ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি।
• বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র।
• ৫ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম।
এই পদের জন্য শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে বিডিও অফিসে জমা দিতে হবে। মুখবন্ধ খামের ওপর ৫ টাকার ডাকটিকিট যোগ পোস্ট অথবা বিডিও অফিসে থাকা ড্রপবক্সে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ছুটির দিন এবং রবিবার আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Journalist Name : Suchorita Bhuniya

Related News