জেনে নিন রূপচর্চায় হলুদ ব্যবহারের নিয়ম

banner

#Pravati Sangbad Digital Desk:

ঘরোয়া রূপটানে হলুদ অত্যন্ত জরুরি উপাদান।ত্বকের জেল্লা বাড়াতে হলুদ আর চন্দন লাগানোর প্রথা বহু প্রাচীন।ত্বকের যে কোনও সমস্যার জন্য মানুষ আগে হলুদের খোঁজ করেন। হলুদ বহু ক্ষেত্রে দারুণ কাজও করে।তবে লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হীতে বিপরীত হতে পারে।ফলে ত্বকে নানারকম সমস্যাও বেড়ে যেতে পারে।
■ মিশ্রণ তৈরি:-হলুদ আর দই অথবা হলুদ আর চন্দন মিশিয়ে বানানো ফেস প্যাকের চল সবচেয়ে বেশি। হলুদ ত্বকের নানা সমস্যার জন্য উপকারি।তবে তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না।কোনটা মিশে কি প্রক্রিয়া হবে,তা আগে থেকে বোঝা মুশকিল।

■ অনেকক্ষণ রাখা :-হলুদ ত্বকে বেশিক্ষণ রাখলে হলদে দাগ পড়ে যাবে।তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন।তার বেশি রাখা ভাল নয়।
■ মুখ ভাল করে পরিষ্কার না করা :-অনেকেই মুখে ফেসপ্যাক লাগানোর পর ভাল করে ধুয়ে পরিষ্কার করেন না।এতেই সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে।মনে রাখবেন হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানারকম র‌্যাশ বেরোতে পারে।
■ সমানভাবে না লাগানো :-হলুদের ফেস প্যাক সমান ভাবে না লাগালে,মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে।এমনকি তার ফলে ফেস প্যাক ঠিক মতো কাজ না-ও করতে পারে।
■ প্যাক তোলার সময়ে সাবান লাগানো :-মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোওয়া উচিত নয়।শুধু জল দিয়েই ভাল করে প্যাক পরিষ্কার করুন।

Journalist Name : Riya Some

Related News